HomeSports NewsFootballফিফার রায়ে বড় স্বস্তি: শুধু এক ম্যাচেই নিষেধাজ্ঞা রোনাল্ডোর!

ফিফার রায়ে বড় স্বস্তি: শুধু এক ম্যাচেই নিষেধাজ্ঞা রোনাল্ডোর!

- Advertisement -

ফিফার শাস্তির হাত থেকে বড় ধাক্কা এড়ালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। দ্য অ্যাথলেটিকের প্রতিবেদন অনুযায়ী, আগামী বছরের গ্রীষ্মে শুরু হওয়া বিশ্বকাপের প্রথম ম্যাচগুলোতে তাঁকে পাওয়া নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তা শেষ পর্যন্ত কাটল। ফিফা পর্তুগাল অধিনায়ককে মোট তিন ম্যাচের নিষেধাজ্ঞা দিলেও, তার মধ্যে শেষ দুই ম্যাচ শর্তসাপেক্ষে এক বছরের জন্য স্থগিত রাখা হয়েছে। অর্থাৎ, রোনাল্ডো কেবল প্রথম ম্যাচেই নিষেধাজ্ঞার মুখোমুখি হবেন, আর বাকি দুই ম্যাচের শাস্তি কার্যকর হবে শুধুমাত্র তিনি যদি ওই এক বছরের মধ্যে একই ধরনের নিয়মভঙ্গ করেন।

ফিফার এই সিদ্ধান্তে স্বস্তিতে পর্তুগাল দল, কারণ রোনাল্ডোকে ছাড়া টুর্নামেন্টের শুরুটা তাদের জন্য বেশ কঠিন হয়ে যেত। রোনাল্ডো এখনও জাতীয় দলের অন্যতম মূল ভরসা এবং তাঁর অভিজ্ঞতা, নেতৃত্ব ও গোল করার ক্ষমতা বড় টুর্নামেন্টে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই শাস্তি আংশিক স্থগিত হওয়ায় পর্তুগিজ সমর্থকরাও স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।

   

ফিফা জানিয়েছে, রোনাল্ডোর ওপর আরোপিত স্থগিত নিষেধাজ্ঞা এক বছরের জন্য ‘প্রোবেশন পিরিয়ড’-এ থাকবে। এই সময়ের মধ্যে তিনি যদি আবার কোনও নিয়মভঙ্গ বা অসদাচরণে লিপ্ত না হন, তবে অতিরিক্ত দুই ম্যাচের শাস্তি কার্যকর হবে না। তবে তিনি যদি আবারও এমন কোনও ঘটনায় জড়িয়ে পড়েন, তাহলে বাকি দুই ম্যাচের স্থগিত নিষেধাজ্ঞা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

পর্তুগালের ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে ফিফার এই সিদ্ধান্তকে “ন্যায্য” বলে উল্লেখ করা হয়েছে। তাদের দাবি, রোনাল্ডো একজন শৃঙ্খলাবদ্ধ এবং পেশাদার ফুটবলার, তাই প্রোবেশন পিরিয়ডে তাঁর কোনও ঝুঁকি থাকবে না। একই সঙ্গে রোনাল্ডোর বিশ্বকাপ প্রস্তুতিও এতে ব্যাহত হবে না বলে তারা আশাবাদী।

এদিকে রোনাল্ডো নিজেও শাস্তি কমে যাওয়ায় স্বাভাবিকভাবেই খুশি এবং দলের সঙ্গে পরবর্তী আন্তর্জাতিক প্রস্তুতি ম্যাচগুলোতে নিয়মিত থাকবেন। সামাজিক মাধ্যমে তিনি কোনও মন্তব্য না করলেও তাঁর ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে—তিনি “রিলিফড” এবং বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে “ফোকাসড”।

সব মিলিয়ে, রোনাল্ডোকে নিয়ে বিশ্বকাপের শুরুতে যে জটিলতা তৈরির আশঙ্কা ছিল, তা যথেষ্টই কমে গেল ফিফার আংশিক স্থগিতাদেশের সিদ্ধান্তে। এখন নজর শুধু মাঠে তাঁর পারফরম্যান্সের দিকে—আরেকটি বিশ্বকাপে তিনি কি আবার দলের প্রধান নায়ক হয়ে উঠতে পারেন কিনা, সেটাই দেখার।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular