আধঘন্টা ও আর বাকি নেই। তারপরেই গোয়ার জওহরলাল নেহরু ফতোরদা স্টেডিয়ামে আয়োজিত হতে চলেছে এবারের সুপার কাপের দ্বিতীয় সেমিফাইনাল (Super Cup 2025 semifinal)। আজ বিকেলে আয়োজিত হয়েছিল প্রথমটি। যেখানে শেষ পর্যন্ত দুইটি গোলের ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছিল অস্কার ব্রুজোর ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। সেই নিয়ে যথেষ্ট খুশি থাকতে দেখা গিয়েছিল দলের সমর্থকদের। এবার হাইভোল্টেজ দ্বিতীয় সেমিফাইনাল। নিজেদের ঘরের মাঠে গোয়াকে লড়াই করতে হবে পেট্র ক্র্যাটকির শক্তিশালী মুম্বাই সিটি এফসির বিপক্ষে।
প্রতিপক্ষ হিসেবে মুম্বাই যে কতটা শক্তিশালী সেটা নতুন করে বলার অপেক্ষায় রাখে না। তার উপরে গ্রুপ পর্বের শেষ ম্যাচে হারের মুখ থেকে উঠে এসেছিল দেশের বাণিজ্য নগরীর এই ফুটবল ক্লাব। কাজেই এবার এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের সাক্ষী থাকতে চলেছে দেশের ফুটবলপ্রেমীরা। সেইমতো নিজেদের একাদশ সাজিয়েছেন গোয়া দলের হেডস্যার মানোলো মার্কেজ। অন্যান্য দিনের মতো আজও দলের গোলরক্ষক হিসেবে থাকছেন ঋত্বিক তিওয়ারি। দলের রক্ষণভাগের দায়িত্বে থাকছেন বরিস সিং, আকাশ সাঙ্গওয়ান, রনি উইলসন, এবং পল মোরিনহো।
মাঝমাঠের দায়িত্ব থাকছেন ডেভিড টিমোর, আয়ূষ ছেত্রী, বোরহা হেরেরা। উইংয়ের থাকছেন দেজান ড্রাজিচ, ব্রাইসন ফার্নান্দেজ এবং ফরোয়ার্ডে থাকছেন অধিনায়ক ইকের গ্যারেক্সোনা। উদান্তা সিং থেকে শুরু করে জাভিয়ের সিভেরিও টোরো কিংবা সাহিল টাভোরা আপাতত রিজার্ভে থাকলেও পরবর্তীতে তাঁদের মাঠে নামাতে পারেন কোচ।
