ব্রাইসনের পা থেকে গোল, তিন পয়েন্ট নিয়ে গেল আল নাসের

fc-goa-vs-al-nassr-afc-champions-league-two-2025-brison-fernandes-goal-saudi-giants-win-2-1

বুধবার সন্ধ্যায় এএফসির চ্যাম্পিয়নস লিগ (AFC Champions League) টায়ার টুয়ের তৃতীয় ম্যাচ খেলতে নেমেছিল এফসি গোয়া (FC Goa vs Al-Nassr)। যেখানে তাঁদের প্রতিপক্ষ ছিল সৌদি আরবের অন্যতম শক্তিশালী ফুটবল ক্লাব আল নাসের। স্বাভাবিকভাবেই ম্যাচের ফলাফল প্রায় আন্দাজ করতে পেরেছিলেন সকলেই। বিশ্ব ফুটবলের অন্যতম তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এই ম্যাচ খেলতে ভারতে না আসলেও তারকাখচিত দলের দিকে প্রথম থেকেই নজর ছিল সকলের। শেষ পর্যন্ত ম্যাচে দেখা গেল প্রায় অন্য ছবি। আল নাসের জয় পেলেও সেটা যে খুব একটা সহজ ছিল না তা বলাই চলে।

Advertisements

সম্পূর্ণ সময়ের শেষে ২-১ গোলের ব্যবধানে এই ম্যাচে জয় পেয়েছে সৌদিরা দলটি। এদিন আল নাসেরের হয়ে গোল পান যথাক্রমে অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল এবং হারুন মুসা কামারা। অন্যদিকে, এফসি গোয়া দলের হয়ে ব্যবধান কমান ব্রাইসন ফার্নান্দেজ। কিন্তু শেষ রক্ষা হয়নি। একটি গোলের ব্যবধানে জয় ছিনিয়ে নেয় সৌদি আরবের এই শক্তিশালী ফুটবল দল। তবে এমন শক্তিশালী ক্লাবের বিরুদ্ধে ভারতীয় ফুটবল ক্লাবের এমন দাপুটে লড়াই যথেষ্ট নজর কেড়েছে সকলের। তবে প্রথম থেকেই ম্যাচের রাশ ছিল আর নাসেরের দিকে। প্রথম কোয়ার্টারের শেষের দিকেই গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল। তারপর ঠিক ১৭ মিনিটের ব্যবধানে চলে আসে দ্বিতীয় গোল।

Advertisements

এবার গোল করে গেলেন প্রতিপক্ষের ডিফেন্ডার হারুন মুসা কামারা। এই দুই গোলের ব্যবধানে পিছিয়ে থাকা নিঃসন্দেহে বিরাট বড় চ্যালেঞ্জ ছিল গোয়া শিবিরের কাছে। কিন্তু তবুও সুযোগ বুঝে প্রতিপক্ষের রক্ষণে হানা দিতে দেখা যাচ্ছিল মানোলোর ছেলেদের। তারপর সুযোগ বুঝেই ৪১ মিনিটের মাথায় গোল করে যান ব্রাইসন। যারফলে প্রথমার্ধের শেষে একটি গোলের ব্যবধানে পিছিয়ে ছিল গোয়া। দ্বিতীয়ার্ধে উভয় দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হলেও ভুলের মুখ আর খুলতে পারেননি গোয়ার ফুটবলাররা। এমনকি ম্যাচের অতিরিক্ত সময় লাল কার্ড দেখেও মাঠ ছাড়তে হয় ডেভিড টিমোরকে।