HomeSports NewsFootballখারাপ আবহাওয়া কাটিয়ে ভারতে আল-নাসের দল, বুধে প্রতিপক্ষ গোয়া

খারাপ আবহাওয়া কাটিয়ে ভারতে আল-নাসের দল, বুধে প্রতিপক্ষ গোয়া

- Advertisement -

সাফল্যের মধ্য দিয়ে গত মরসুম শেষ করেছিল এফসি গোয়া (FC Goa)। গতবার কলিঙ্গের বুকে খালিদ জামিলের শক্তিশালী জামশেদপুর এফসিকে পরাজিত করে সুপার কাপ জয় করেছিল মানোলোর ছেলে। যারফলে এবার এএফসির টুর্নামেন্টে খেলার ছাড়পত্র পেয়েছে দেশের এই শক্তিশালী ফুটবল ক্লাব। যা নিঃসন্দেহে বড়সড় পাওনা সমর্থকদের কাছে। সেই কথা মাথায় রেখে অনেক আগে থেকেই দল গঠনে বাড়তি নজর দিয়েছিল ম্যানেজমেন্ট। এক্ষেত্রে আগের তুলনায় দলকে আরও শক্তিশালী করাই প্রধান লক্ষ্য ছিল সকলের।

বিগত কয়েক মাসে একাধিক দেশি ও বিদেশি ফুটবলারদের চূড়ান্ত করেছে আইএসএলের এই ফুটবল ক্লাব। তবে শুধুমাত্র নতুন ফুটবলার দলে টানাই নয়। গতবারের দলের একাধিক ফুটবলারদের রিলিজ ও করে দিয়েছে এফসি গোয়া। যার মধ্যে ছিলেন দেশের দাপুটে লেফট ব্যাক জয় গুপ্তার মতো তারকা। তবে নয়া দল নিয়ে আন্তর্জাতিক মঞ্চে সাফল্য পেতে বদ্ধপরিকর দেশের প্রথম ডিভিশনের এই দল। কিন্তু শুরুটা একেবারেই ভালো হয়নি। প্রথম ম্যাচেই নিজেদের ঘরের মাঠে পরাজিত হতে হয়েছিল আল-জাওরার কাছে। যা নিঃসন্দেহে হতাশ করেছিল সকলকে।

   

তারপরে ও জয়ের মুখ দেখতে মরিয়া ছিল মানোলো মার্কুয়েজের ছেলেরা। কিন্তু সেবার বাঁধা হয়ে দাঁড়িয়েছিল তাজিকিস্তানের ফুটবল ক্লাব ইস্তিকলোল। সেই হতাশা ভুলে এবার নিজেদের দেশের মাটিতে শক্তিশালী আল-নাসেরে বিপক্ষে লড়াই। তাঁদের বিপক্ষে পয়েন্ট সংগ্রহ করা যে সহজ হবে না সেটা ভালো মতোই জানেন সকলে। কিন্তু তবুও সীমিত শক্তি নিয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে পয়েন্ট নিশ্চিত করতে চাইবেন বোরহা হেরেরা থেকে শুরু করে জাভিয়ের সিভেরিও টোরোরা। শোনা যাচ্ছিল, এই ম্যাচ খেলতে হয়তো ভারতে আসবেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাঁকে নিয়ে আশায় বুক বেঁধেছিল সমর্থকরা। কিন্তু না। তাঁকে বাদ দিয়েই অবশেষে সোমবার গভীর রাতে ভারতে চলে আসল আল-নাসের দল।

আগামী বুধবার গোয়ার ফতোরদা স্টেডিয়ামে এএফসি চ্যাম্পিয়নস লিগ টায়ার টুয়ের পরবর্তী ম্যাচ। তবে ভারতে আসার ক্ষেত্রে যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে হয়েছিল সৌদির এই দাপুটে দলকে। মূলত খারাপ আবহাওয়া থাকার কারণে কার্যত ঘুরে পথের মধ্যে দিয়েই এবার ভারতে আসতে হল তাঁদের। যারফলে কিছুটা হলেও ক্লান্তি থাকবে দলের ফুটবলারদের। সেই সুযোগ কাজে লাগিয়েই সুবিধা পেতে চাইবেন গোয়ার ফুটবলাররা।

- Advertisement -
Sayan Sengupta
Sayan Senguptahttps://kolkata24x7.in
গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular