আজ সন্ধ্যায় এএফসি চ্যাম্পিয়নস লিগ টায়ার টুয়ের পরবর্তী ম্যাচ খেলতে নামবে এফসি গোয়া। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে শক্তিশালী আল নাসের ফুটবল দল। প্রতিপক্ষ দল (FC Goa vs Al-Nassr) আজ অনেকটাই শক্তিশালী হলেও নিজেদের পরিচিত ফুটবলই ধরে রাখার লক্ষ্য থাকবে মানোলো মার্কুয়েজ রোকার ছেলেদের। বলাবাহুল্য, গত কয়েক মাস আগে এএফসির গ্ৰুপ বিন্যাস সামনে আসার পর থেকেই এই ম্যাচ নিয়ে ব্যাপক উন্মাদনা দেখা দিয়েছিল ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে। বিশ্বের এমন শক্তিশালী দলের বিরুদ্ধে খেলা নিঃসন্দেহে যথেষ্ট গৌরবের যেকোনো দলের কাছে।
তাই বহু আগে থেকেই ম্যাচের দিন গুনতে শুরু করেছিল সমর্থকরা। অবশেষে এসে গিয়েছে সেই ঐতিহাসিক দিন। কিছু ঘন্টা পরেই নিজেদের হোম ম্যাচে খেলতে নামবেন সন্দেশ ঝিঙ্গান থেকে শুরু করে বোরহা হেরেরার মতো ফুটবলাররা। এছাড়াও এবার দলের মাঝমাঠের দখল নেওয়ার জন্য ডেভিড টিমোরকে নিজেদের দলের সঙ্গে যুক্ত করেছে গতবারের সুপার কাপ জয়ীরা। এই নয়া দলের জার্সিতে নিজেকে মেলে ধরার চেষ্টা থাকবে ইউরোপের এই অভিজ্ঞ মিডফিল্ডারের। আল নাসের ম্যাচের আগে যথেষ্ট আত্মবিশ্বাসী থাকতে দেখা যায় এই ফুটবলারকে। উল্লেখ্য, এর আগে ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দলের বিপক্ষে খেলেছেন ডেভিড।
Also Read | এই তরুণ ডিফেন্ডারকে দলে নিল রাজস্থান ইউনাইটেড
সেই অভিজ্ঞতা কাজে লাগিয়েই এবার নিজেকে প্রমাণ করতে চাইবেন তিনি। ম্যাচের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘ আমার মনে আছে রিয়াল মাদ্রিদের বিপক্ষে জয়ের কথা। তাঁর কিংবা তাঁদের দলের বিপক্ষে খেলা কঠিন, কিন্তু ফলাফল পাওয়া অসম্ভব নয়। স্পষ্টতই, সে একজন ভালো খেলোয়াড়, কিন্তু শেষ পর্যন্ত, দলের প্রচেষ্টাই গুরুত্বপূর্ণ, শুধু আমার অভিজ্ঞতা নয়।’ আরও বলেন, ‘ আল নাসেরের মতো দলের বিপক্ষে খেলা ক্লাবের জন্য বিরাট সুযোগ এনে দেয়। এই ম্যাচ গুলিতে, নিজেকে যথেষ্ট চাপের মধ্যে থাকতে হয় এবং আপনার যা কিছু আছে তা দেওয়ার জন্য আপনাকে প্রস্তুত থাকতে হয়। এটি ক্লাব, এবং সমর্থকদের জন্য একটি বিশাল সুযোগ।’
Also Read | এশিয়া সেরা হয়েও গিলকে নিয়ে ‘বিস্ফোরক’ সূর্য!
আরও বলেন, ‘ ফুটবলার নিজের ক্যারিয়ারে এই ধরনের ম্যাচ খেলার সুযোগ সব সময় পায় না। তাই যখনই সুযোগ আসে এর সর্বাধিক সুবিধা নেওয়ার লক্ষ্য রাখতে হয়। আমরা ও সেই চেষ্টা করে যাব।’