গতবার কলিঙ্গ সুপার কাপ জয়ের মধ্য দিয়েই সিজন শেষ করেছিল এফসি গোয়া (FC Goa)। সেই নিয়ে যথেষ্ট খুশি ছিল সমর্থকরা। এই সর্বভারতীয় খেতাব জয়ের সুবাদেই এবার এএফসির টুর্নামেন্টে অংশ নেওয়ার ছাড়পত্র পেয়েছে গোয়া শিবির। সেখানে ভালো পারফরম্যান্স করার লক্ষ্য নিয়ে অনেক আগে থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছিল এই ফুটবল ক্লাব। পাশাপাশি সুপার কাপের নয়া সিজনে ও নিজেদের ছন্দ বজায় রাখার লক্ষ্য ছিল বোরহা হেরেরাদের। সেটাই হয়েছে এবার। বলতে গেলে ঠিক যেখানে শেষ হয়েছিল ঠিক সেখান থেকেই সুপার কাপ শুরু করেছে এফসি গোয়া (FC Goa)।
গত কয়েকদিন আগেই এই সর্বভারতীয় কাপ টুর্নামেন্টের প্রথম ম্যাচে স্টিফেন ডায়াসের শক্তিশালী জামশেদপুর এফসিকে পরাজিত করেছিল ব্রাইসন ফার্নান্দেজরা। প্রথম ম্যাচে জয় আসায় নিঃসন্দেহে অনেকটাই আত্মবিশ্বাস বেড়ে গিয়েছিল দলের ফুটবলারদের। এবার গত বুধবার ও বজায় থাকল সেই একই ধারা। এদিন নিজেদের ঘরের মাঠেই বারাণসীর অন্যতম শক্তিশালী ফুটবল ক্লাব তথা গতবারের আইলিগ জয়ী দল ইন্টার কাশীর বিপক্ষে খেলতে নেমেছিল মানোলো ব্রিগেড। সম্পূর্ণ সময়ের শেষে ৩-০ গোলের ব্যবধানে সেই ম্যাচে জয় ছিনিয়ে নেয় গতবারের সুপার কাপ বিজয়ীরা।
এদিন জোড়া গোল পান বোরহা হেরেরা। এছাড়াও একটি গোল করে যান দেজান ড্রাজিচ। যারফলে টানা দুইটি ম্যাচে জয় ছিনিয়ে নিয়ে নিজেদের গ্ৰুপের অন্যান্য দল গুলিকে টেক্কা দিয়ে সেমিফাইনালে স্থান করে নিল এফসি গোয়া (FC Goa)। হিসাব অনুযায়ী দেখলে এখনও পর্যন্ত টুর্নামেন্টের প্রথম দল হিসেবে সেমিতে স্থান পেল এফসি গোয়া। এবার চ্যাম্পিয়নশিপের লড়াই। উল্লেখ্য, এদিন ম্যাচের ৪ মিনিটের মাথায় দেজানের গোলে এগিয়ে গিয়েছিল আইএসএলের এই ফুটবল ক্লাব। তারপর থেকেই যথেষ্ট আত্মবিশ্বাসী হয়ে খেলতে দেখা গিয়েছিল দলের সকল ফুটবলারদের।
পরবর্তীতে প্রথমার্ধের শেষ কোয়ার্টারে জোড়া গোল করে যান স্প্যানিশ তারকা বোরহা হেরেরা। তারপর দ্বিতীয়ার্ধে আর বদলায়নি ম্যাচের ফলাফল।
6/6 🔥
Back to back wins for our Gaurs in the #AIFFSuperCup 😍 pic.twitter.com/5NE69TGzxA
— FC Goa (@FCGoaOfficial) October 29, 2025


