২০২৬ বিশ্বকাপে যোগ্যতা অর্জন ইউরোপের এই দেশের

England beats Latvia 5-0 to qualify for FIFA World Cup 2026

বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের আধিপত্য আবারও প্রমাণ করল ইংল্যান্ড। লাটভিয়ার মাটিতে হ্যারি কেনের জোড়া গোল এবং দুর্দান্ত দলগত পারফরম্যান্সে ৫-০ ব্যবধানে জয় পেয়ে ২০২৬ সালের যুক্তরাষ্ট্র (FIFA World Cup 2026), কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য ফিফা বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ‘থ্রি লায়ন্স’রা।

ডাগাভা স্টেডিয়ামে ম্যাচের ২৫ মিনিটে ইংল্যান্ডের পক্ষে প্রথম গোলটি করেন অ্যান্থনি গর্ডন। বাঁ দিক থেকে কেটে এসে দুর্দান্ত শটে প্রতিপক্ষ গোলরক্ষক ক্রিশ্যানিস জভিয়েদরিসকে পরাস্ত করেন এই তরুণ ফরোয়ার্ড। এরপর বিরতির আগে মাত্র কয়েক মিনিটের ব্যবধানে দুটি গোল করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন হ্যারি কেন।

IPL ২০২৬ আগেই পঞ্জাব কিংস সম্ভবত বিদায় জানাবে পাঁচ তারকা ক্রিকেটারকে!

প্রথমে লাটভিয়ার ডিফেন্সের ভুলের সুযোগ নিয়ে বল কেড়ে নিয়ে গোল করেন, এরপর বক্সের মধ্যে ফাউলের শিকার হয়ে পেনাল্টি পান এবং সেখান থেকেই নিজের দ্বিতীয় গোলটি করেন ইংলিশ অধিনায়ক। এই জোড়া গোলে আন্তর্জাতিক ফুটবলে তার গোল সংখ্যা দাঁড়ালো ৭৬, যা ইংল্যান্ডের সর্বোচ্চ।

দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের আত্মঘাতী গোল ও বদলি খেলোয়াড় এবেরেচি এজের গোল ইংল্যান্ডের জয়কে আরো বড় করে তোলে। ৫৭ মিনিটে ডজ স্পেন্সের ক্রসে বল ক্লিয়ার করতে গিয়ে লাটভিয়ার ম্যাক্সিমস টোনিসেভস নিজেদের জালেই বল ঠেলে দেন। এরপর ম্যাচের শেষদিকে এজের দারুণ শটে স্কোরলাইন দাঁড়ায় ৫-০।

এই জয়ের মাধ্যমে কোচ থমাস টুখেলের নেতৃত্বে গ্রুপ ‘কে’-তে ৬ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ইংল্যান্ড। শুধু তাই নয়, এই ৬ ম্যাচেই তারা কোনো গোল হজম করেনি, অর্থাৎ পুরো বাছাই পর্বে এখন পর্যন্ত ৬টি ক্লিনশিট নিশ্চিত করেছে।

ম্যাচ শেষে সন্তোষ প্রকাশ করে হ্যারি কেন বলেন, “আরেকটি বড় টুর্নামেন্টের টিকিট পেলাম। যদিও বাইরে থেকে সহজ মনে হয়, কিন্তু প্রতিটি ম্যাচেই আমাদের সর্বোচ্চ দিতে হয়।” কোচ টুখেল বলেন, “দল একসঙ্গে খেলছে, খিদে নিয়ে খেলছে। ছয় ম্যাচ, ছয় জয় এবং ছয় ক্লিনশিট—আমি খুবই খুশি।”

Advertisements

অন্যদিকে, বাছাই পর্বে আফ্রিকা ও এশিয়া থেকেও কয়েকটি দল তাদের জায়গা পাকা করেছে। দক্ষিণ আফ্রিকা, কাতার, সৌদি আরব, আইভরি কোস্ট ও সেনেগাল ইতিমধ্যেই টিকিট নিশ্চিত করেছে।

এদিকে ইউরোপে এফ গ্রুপের শীর্ষে রয়েছে পর্তুগাল। সাম্প্রতিক ম্যাচে হাঙ্গেরিকে হারিয়ে তাদের পয়েন্ট দাঁড়িয়েছে ১০। জোড়া গোল করে পর্তুগালের প্রাণভোমরা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তার বিশ্বকাপ বাছাই পর্বের গোল সংখ্যা ৪১। ২০২৪-২৫ নেশনস লিগের শিরোপা জয়ী পর্তুগালও বিশ্বকাপের টিকিট থেকে বেশি দূরে নয়।

বর্তমানে ২৮ দল নিশ্চিত করেছে ২০২৬ বিশ্বকাপে (FIFA World Cup 2026) অংশগ্রহণ। ইউরোপ, আফ্রিকা ও এশিয়া অঞ্চল থেকে আরো কিছু দল দ্রুতই বাছাই পর্ব পেরিয়ে চূড়ান্ত পর্বে উঠবে বলে ধারণা করা হচ্ছে। এবার ৪৮ দলের বিশ্বকাপ, তাই উত্তেজনা ও প্রতিযোগিতা হবে দ্বিগুণ।

England beats Latvia 5-0 to qualify for FIFA World Cup 2026