Monday, December 8, 2025
HomeSports NewsEast Bengal: আই লিগে বড়সড় ধাক্কা লাল-হলুদের, ৫ গোলে উড়িয়ে দিল লাজং

East Bengal: আই লিগে বড়সড় ধাক্কা লাল-হলুদের, ৫ গোলে উড়িয়ে দিল লাজং

- Advertisement -

ফের বড়সড় ধাক্কা লাল-হলুদ (Emami East Bengal) শিবিরের। আজ দ্বিতীয় ডিভিশন আইলিগের শেষ ম্যাচে শিলং লাজং এফসির মুখোমুখি হয়েছিল মশাল ব্রিগেড। এবার সেখানেও ঘটে গেল অঘটন। নির্ধারিত সময়ের শেষে তাদের কাছে ৫-০ গোলে পরাজিত হল ইমামি ইস্টবেঙ্গল ক্লাব।

লাজং এফসির হয়ে গোল করেন যথাক্রমে সাংতি, ওয়াদাজিদ, রোনাল্ডকিডন ও হার্ডি। তাদের এই অনবদ্য পারফরম্যান্সের সামনে আজ খরকুটোর মতো উড়ে যায় ইস্টবেঙ্গল। পাশাপাশি লাল কার্ড দেখতে হয় দলের দুই ফুটবলার নবি হুসেন খান ও নিরঞ্জন মন্ডলকে।

   

গত ম্যাচে ডায়মন্ড রক এফসিকে বড় ব্যবধানে পরাজিত করার সুবাদে আজ যথেষ্ট আত্মবিশ্বাসের সাথে মাঠে নেমেছিল বিনো জর্জের ছেলেরা। তবে লাজং এফসির বারংবার আক্রমণ ঠেকাতে গিয়ে নাজেহাল হতে হচ্ছিল দলের ফুটবলারদের। এভাবে বেশকিছুটা সময় লড়াই করতে থাকলেও ম্যাচের ঠিক ৪৩ মিনিটের মাথায় সাংতির গোলে এগিয়ে যায় লাজং। প্রথমার্ধে ফলাফল গিয়ে দাঁড়ায় ১-০ গোল।

তবে দ্বিতীয়ার্ধের শুরু থেকে গোল শোধ করার জন্য ইস্টবেঙ্গলের তরফে আক্রমণে ওঠার চেষ্টা করা হলে সেই সুযোগ কে কাজে লাগিয়ে ৭৫ মিনিটের মাথায় দ্বিতীয় গোল করে যান সাংতে। তারপর ৮৫ মিনিটের মাথায় দলের হয়ে তৃতীয় গোল তুলে নেন ওয়াদাজিদ। এরপর থেকে লাল-হলুদের তরফে ডিফেন্সে জোর দেওয়া হলেও ৯০ মিনিটের মাথায় প্রতিপক্ষের রক্ষন ভেদ করে গোল করে যান রোনাল্ডকিডন। তারপর অতিরিক্ত সময়ে গোল করেন হার্ডি। যারফলে, ৫-০ গোলের ব্যবধানে ম্যাচ জিতে নেয় লাজং এফসি।

পূর্বে দ্বিতীয় ডিভিশন আইলিগের প্রথম ম্যাচে এই লাজং এফসির কাছেই ধরাশায়ী হতে হয়েছিল ইস্টবেঙ্গল কে। সেবার গোটা ম্যাচ জুড়ে হাড্ডাহাড্ডি লড়াই করলেও শেষ মুহূর্তে পুর্শোনপের করা গোলে ১-০ ব্যবধানে জয় তুলে নিয়েছিলেন লাজং। এবার ও দ্বিতীয়বারের মুখোমুখি তে লাল-হলুদ কে টেক্কা দিল তারা।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular