Monday, December 8, 2025
HomeSports NewsFootballগোয়ায় নিভে যাওয়া মশাল জ্বালিয়ে আন্তর্জাতিক মঞ্চে দাপাদাপি লাল-হলুদ মেয়েদের

গোয়ায় নিভে যাওয়া মশাল জ্বালিয়ে আন্তর্জাতিক মঞ্চে দাপাদাপি লাল-হলুদ মেয়েদের

- Advertisement -

দেশের মহিলা ফুটবলের নতুন আশা হয়ে উঠে দাঁড়িয়েছে ইস্টবেঙ্গল (East Bengal)। প্রথমবারের মতো সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়া ‘মশাল গার্লস’ খ্যাত লাল-হলুদের মহিলা দল ভুটানের ট্রান্সপোর্ট ইউনাইটেড লেডিসকে ৪-০ গোলে হারিয়ে লিগের শুরুতেই আত্মবিশ্বাসের মুকুট পড়িয়েছে।

নিলামের আগে ডট-বোলের দাপট দেখিয়ে দর হাঁকাচ্ছেন এই ক্রিকেটার

ম্যাচে ফাজিলা ইকওয়াপুট দুই গোলসহ দারুণ ফর্ম দেখালেন। এছাড়া সুলঞ্জনা রাউল এবং রেস্টি নানজিরিও গোলের দেখা পান। ম্যাচের প্রথম গোল আসে ৩৫ মিনিটে, যখন ফাজিলা শরীরে ছুড়ে হেডে বল জালে জড়িয়ে দেন। এরপর ১৪ মিনিটের মধ্যে আরও তিনটি গোলের দেখা মিলল। ৫৮ মিনিটে ফাজিলার পাস থেকে গোল করেন সুলঞ্জনা। ৬৩ মিনিটে উগান্ডার স্ট্রাইকারের সহায়তায় রেস্টি ব্যবধান বাড়ান। আর চূড়ান্ত গোল আসে ৭২ মিনিটে ফাজিলা ও সুলঞ্জনার যুগলবন্দীর মাধ্যমে।

   

ম্যাচ শেষে কোচ অ্যান্থনি অ্যান্ড্রুজ বলেন, “আমাদের মেয়েরা আত্মবিশ্বাস এবং ধৈর্যের সঙ্গে খেলেছে। দেশের বাইরে প্রথমবারের আন্তর্জাতিক মঞ্চে এটি খুবই গুরুত্বপূর্ণ জয়।”

ইস্টবেঙ্গল মহিলা দলের এই জয়ে লিগ টেবিলে তারা তিন পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে। অন্যদিকে, দেশের সুপার কাপ ফাইনালে হেরে এশিয়ার মঞ্চে সুযোগ হারানো লাল-হলুদের পুরুষ দলকে পেছনে রেখে, মেয়েরা আন্তর্জাতিক প্রতিযোগিতায় নিজেদের শক্তি দেখিয়েছে।

এমন জয় লাল-হলুদের ভক্তদের মধ্যে আশার আলো জ্বালিয়ে দিয়েছে। এভাবে প্রতিযোগিতার শুরুতেই নিজেদের দাপট দেখানো ইস্টবেঙ্গল মহিলা দলের জন্য পরবর্তী ম্যাচগুলো আরও বড় চ্যালেঞ্জের ইঙ্গিত বহন করছে।

স্কোরলাইন:
ইস্টবেঙ্গল: ৪ (ফাজিলা ২, সুলঞ্জনা, রেস্টি)
ট্রান্সপোর্ট: ০

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular