সাফ চ্যাম্পিয়নশিপে করাচিকে হারিয়ে দিল ইস্টবেঙ্গল

east-bengal-women-beat-karachi-city-saff-club-championship

জয়ের ধারা অব্যাহত ইস্টবেঙ্গলের (East Bengal) মহিলা দলের। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী এদিন বিকেলে টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের ফুটবল ক্লাব করাচি সিটি এফসির বিপক্ষে খেলতে নেমেছিল মশাল কন্যারা। সম্পূর্ণ সময়ের শেষে ২-০ গোলের ব্যবধানে এই ম্যাচে জয় ছিনিয়ে নেয় কলকাতা ময়দানের এই প্রধান। সেই নিয়ে যথেষ্ট খুশি দেশের ফুটবলপ্রেমীরা। লাল-হলুদের হয়ে গোল করে যান যথাক্রমে সুলঞ্জনা রাউল এবং রেস্টি নানজিরি। যারফলে টানা দুইটি ম্যাচে এবার আসলো জয়। উল্লেখ্য, টুর্নামেন্টের প্রথম ম্যাচে ভুটানের ফুটবল ক্লাব ট্রান্সপোর্ট ফুটবল ক্লাবের বিপক্ষে নেমেছিল মশাল ব্রিগেড।

সেই ম্যাচে ও বড় ব্যবধানে এসেছিল জয়। স্বাভাবিকভাবেই এদিন যথেষ্ট আত্মবিশ্বাসের সাথে খেলতে দেখা গিয়েছিল অ্যান্থনি অ্যান্ড্রুজের মেয়েদের। যার প্রভাব লক্ষ্য করা যায় এদিনের ম্যাচে। মশালের আগুনে কার্যত ছাড়খার হয়ে গেল পাকিস্তানের এই ফুটবল ক্লাব। অনেকেই মনে করেছিলেন যে হাড্ডাহাড্ডি লড়াই হয়তো দেখা যাবে এমন গুরুত্বপূর্ণ ম্যাচে। কিন্তু সেটা সম্ভব হয়নি। সুলঞ্জনা রাউল থেকে শুরু করে সিল্কি দেবীদের দাপুটে পারফরম্যান্সের সামনে কার্যত দিশেহারা হয়ে গেল করাচি সিটি। যারফলে এখনও পর্যন্ত টুর্নামেন্টের প্রথম কোনও ম্যাচে নাস্তানাবুদ হল পাকিস্তানের দলটি।

   

উল্লেখ্য, এদিন ম্যাচের শুরুতেই এগিয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল। ম্যাচের ঠিক ৫ মিনিটের মাথায় প্রতিপক্ষের ডি বক্সের বাইরে শট নিয়েছিলেন সুলঞ্জনা রাউল। যা আটকাতে পারেননি পাক গোলরক্ষক। যারফলে অনায়াসেই ১-০ গোলের ব্যবধানে এগিয়ে যায় ভারতের এই ফুটবল দলটি। তারপর আরও বেশ কয়েকবার গোলের সহজ সুযোগ তৈরি করেছিল মশাল ব্রিগেড। কিন্তু গোলের ব্যবধান আর বাড়ানো সম্ভব হয়নি। যারফলে প্রথমার্ধের শেষে একটি গোলেই এগিয়ে ছিল ইস্টবেঙ্গল।

তবে দ্বিতীয়ার্ধে ৪৯ মিনিটের মাথায় অনবদ্য হেডের মধ্যে দিয়ে দ্বিতীয় গোল তুলে নেয় ইস্টবেঙ্গল। পরবর্তীতে উভয় দল গোল পরিস্থিতি তৈরি করলেও কেউ খুব একটা সুবিধা করতে পারেনি। তবে লাল-হলুদ কন্যাদের দাপুটে ফুটবল নিঃসন্দেহে মন জয় করেছে সকলের।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন