প্রথমার্ধ শেষ, কেভিন-বিপিনদের দাপুটে ৩-০ গোলে এগিয়ে ইস্টবেঙ্গল

east-bengal-vs-chennaiyin-super-cup-first-half-3-0-lead

আজ বিকেলে সুপার কাপের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছে ইস্টবেঙ্গল ফুটবল দল। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে দক্ষিণের অন্যতম শক্তিশালী ফুটবল ক্লাব চেন্নাইয়িন এফসি। ইতিমধ্যেই শেষ হয়েছে ম্যাচের প্রথমার্ধ। যেখানে আপাতত ৩-০ গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে লাল-হলুদ শিবির।

Advertisements

দলের হয়ে ইতিমধ্যেই জোড়া গোল করে ফেলেছেন বিপিন সিং। এছাড়াও একটি গোল করেছেন কেভিন সিবিলে। বলাবাহুল্য, এদিন প্রথমদিকে নিজেদের পরিচিত ছন্দেই দেখা গিয়েছিল ইস্টবেঙ্গল ফুটবলারদের। মিস পাসের পাশাপাশি ছন্নছাড়া ফুটবল যথেষ্ট হতাশ করছিল সমর্থকদের।

   

শেয়ারবাজারে পতন, সেনসেক্স পড়ল ৮৪,৭০০-এর নিচে

অন্যদিকে, চেন্নাইয়িনের সঙ্ঘবদ্ধ ফুটবল যথেষ্ট নজর কাড়ছিল সকলের। তবে ম্যাচের বয়স বাড়ার সাথে সাথেই খেলার দখল নিতে শুরু করে মশাল ব্রিগেড‌। ম্যাচের প্রথমার্ধের তৃতীয় কোয়ার্টারের শুরুতে অর্থাৎ
৩৫ মিনিটের মাথায় নাওরেম মহেশ সিংয়ের ভাসানো কর্নার থেকে হেডে করে গোল করে যান কেভিন সিবিলে। যারফলে ১-০ গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল।

Advertisements

সেই ধাক্কা কাটিয়ে ওঠার মাত্র চার মিনিটের মাথায় চলে আসে দ্বিতীয় গোল। এবার ও ফের নাওরেম মহেশ সিংয়ের অ্যাসিস্ট থেকে ৩৯ মিনিটের মাথায় গোল করে যান বিপিন সিং। দুই গোলের এগিয়ে যাওয়ার পর যথেষ্ট আত্মবিশ্বাসী হয়ে উঠতে দেখা যায় দলের ফুটবলারদের।

তারপর নির্ধারিত ৪৫ মিনিট পর্যন্ত দুইটি গোলের ব্যবধান থাকলেও পরবর্তীতে অতিরিক্ত ৩ মিনিট সময় সংযুক্ত করা হয়েছিল ম্যাচ রেফারির তরফে। সেই সময় পাল্টা আক্রমণে উঠে নিজের দ্বিতীয় গোল করে যান বিপিন সিং। যারফলে এই টুর্নামেন্টে এক ম্যাচে টানা দুইটি গোল পেয়ে গেলেন এই ভারতীয় উইঙ্গার। পাশাপাশি লাল-হলুদ জার্সিতে নিজের প্রথম গোল পেলেন আর্জেন্টাইন ডিফেন্ডার।