গোল পেলেন ইবুসুকি, চেন্নাইয়িনকে বড় ব্যবধানে হারাল ইস্টবেঙ্গল

east-bengal-vs-chennaiyin-super-cup-2025-4-0-victory

অবশেষে জয়ের সরণিতে ফিরল ইস্টবেঙ্গল ফুটবল। সূচি অনুসারে মঙ্গলবার বিকেলে সুপার কাপের গ্ৰুপ পর্বের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছিল মশাল ব্রিগেড। যেখানে তাঁদের প্রতিপক্ষ ছিল ক্লিফোর্ড মিরান্ডার শক্তিশালী চেন্নাইয়িন এফসি।

Advertisements

সম্পূর্ণ সময়ের শেষে ৪-০ গোলের ব্যবধানে এই ম্যাচে জয় ছিনিয়ে নিল অস্কার ব্রুজোর ছেলেরা। এদিন দলের হয়ে নিজেদের প্রথম গোল করে ফেললেন দুই তারকা ফুটবলার কেভিন সিবিলে এবং হিরোশি ইবুসুকি। এছাড়াও জোড়া গোল করেন বিপিন সিং। এই জয়ের ফলে সুপার কাপের পরবর্তী রাউন্ডে যাওয়ার কিছুটা আশা থাকল লাল-হলুদের।

   

অনুপ্রবেশ রুখতে এবার অভিনব পদক্ষেপের পথে মোদী সরকার

তবে শুরুটা একেবারেই ভালো ছিল না ইস্টবেঙ্গলের। ছন্নছাড়া ফুটবলের পাশাপাশি বোঝাপড়ার অভাব যথেষ্ট নজর কাড়ছিল সকলের। অন্যদিকে, সঙ্ঘবদ্ধ ফুটবল খেলে প্রতিপক্ষের রক্ষণভাগে হানা দেওয়ার চেষ্টা করতে দেখা গিয়েছিল ফারুক চৌধুরী থেকে শুরু করে ইরফান এদওয়ার্ডদের।

তবে সময়ের সাথে সাথেই বদলাতে শুরু করেছিল পরিস্থিতি। ক্রমশ ম্যাচের দখল নিতে শুরু করেন সাউল ক্রেসপো থেকে শুরু করে মহম্মদ রশিদরা। তারপর ৩৫ মিনিটের মাথায় নাওরেম মহেশ সিংয়ের ভাসানো কর্নার থেকে হেডে করে গোল করে যান কেভিন সিবিলে। যারফলে ১-০ গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল।

Advertisements

সেই ধাক্কা কাটিয়ে ওঠার মাত্র চার মিনিটের মাথায় চলে আসে দ্বিতীয় গোল। এবার ও ফের নাওরেম মহেশ সিংয়ের অ্যাসিস্ট থেকে ৩৯ মিনিটের মাথায় গোল করে যান বিপিন সিং। দুই গোলের এগিয়ে যাওয়ার পর যথেষ্ট আত্মবিশ্বাসী হয়ে উঠতে দেখা যায় দলের ফুটবলারদের।

তারপর প্রথমার্ধের অতিরিক্ত তিন মিনিট সময়ের মধ্যেই নিজের দ্বিতীয় গোল তুলে নিয়েছিলেন বিপিন‌। যারফলে প্রথমার্ধের শেষে ৩-০ গোলের ব্যবধানে এগিয়ে ছিল লেসলি ক্লডিয়াস সরণির এই দল। তবে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ব্যবধান আরও বাড়িয়ে নেওয়ার পরিকল্পনার ছিল মহেশদের। কিন্তু প্রতিপক্ষের পায়ের জঙ্গল ভেদ করে গোলের মুখ খুলতে যথেষ্ট বেগ পেতে হয় ফুটবলারদের।

৯০ মিনিট পর্যন্ত তিনটি গোলের ব্যবধানে দল এগিয়ে থাকলেও এরপর অতিরিক্ত চার মিনিট সময় সংযুক্ত করা হয়েছিল ম্যাচ রেফারির তরফে। পরবর্তীতে পেনাল্টি আদায় করে নেয় ইস্টবেঙ্গল। সেই পেনাল্টি থেকে গোল করে যান জাপানি ফুটবলার হিরোশি ইবুসুকি। তবে পরবর্তী ম্যাচ যে একেবারেই সহজ হবে না ইস্টবেঙ্গলের জন্য তা বলাই চলে।