এবারের সুপার কাপে যথেষ্ট ছন্দময় ফুটবল খেলছে ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল ক্লাব। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ডেম্পো স্পোর্টস ক্লাবের বিপক্ষে আটকে যেতে হলেও দ্বিতীয় ম্যাচে শক্তিশালী চেন্নাইয়িন এফসিকে অনায়াসেই টেক্কা দিয়েছিল কলকাতা ময়দানের এই প্রধান। যারফলে নতুন করে আসার আলো দেখতে শুরু করেছে আপামর লাল-হলুদ জনতা। গ্ৰুপ পর্বের শেষ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব মোহনবাগান সুপার জায়ান্টের কাছে আটকে যেতে হলেও সেই হতাশা কাটিয়ে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর ফুটবলাররা। টুর্নামেন্টের সূচি অনুসারে আগামী ৪ঠা ডিসেম্বর সুপার কাপের সেমিফাইনালে নামবে মশাল ব্রিগেড।
গোয়ার বুকে তাঁদের লড়াই করতে হবে প্যানাজিওটিস ডিলমপেরিসের শক্তিশালী পাঞ্জাব এফসির বিপক্ষে। যাদের কাছে আটকে গিয়েছিল সুনীল ছেত্রীদের বেঙ্গালুরু এফসি। কাজেই লড়াইটা যে কতটা চ্যালেঞ্জিং সেটা ভালো মতোই বুঝতে পারছেন অস্কার ব্রুজো। তাই ভারতের ফেরার পর থেকেই জোড়কদমে দলকে প্রস্তুত করতে শুরু করে দিয়েছেন তিনি। যেখানে ম্যাচ কৌশলের পাশাপাশি খেলোয়াড়দের ফিজিক্যাল ট্রেনিং ও টিম বন্ডিংয়ের উপর বিশেষ নজর দেন এই স্প্যানিশ কোচ। এসবের মাঝেই এবার উঠে আসতে শুরু করেছে নয়া তথ্য।
আসন্ন সেমিফাইনাল ম্যাচের আগে রয়েছে আরও কিছুটা সময়। সেটিকে কাজে লাগিয়ে দলকে সম্পূর্ণভাবে পরখ করে নিতে চান এই কোচ। শোনা যাচ্ছে, সেই বিষয়ের উপর নজর রেখেই ফের প্রস্তুতি ম্যাচে নামছে লাল-হলুদ ব্রিগেড। বিশেষ সূত্র মারফত খবর, সব ঠিকঠাক থাকলে আগামী ২৮শে নভেম্বরেই সেই প্রস্তুতি ম্যাচে নামবে ময়দানের এই শক্তিশালী প্রধান। প্রতিপক্ষ এখনও চূড়ান্ত না হলেও ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছে গোয়ান দল ডেম্পো স্পোর্টস ক্লাবের কথা। আরও জানা যাচ্ছে, যে আগামী ২৬ কিংবা ২৭ তারিখের মধ্যেই গোয়ায় চলে আসবে দল।
তারপরেই এই ম্যাচে নামতে পারেন ফুটবলাররা। এখন সেই ম্যাচের দিকেই নজর থাকবে সকল ফুটবলপ্রেমীদের। চলতি সিজনে ঐতিহ্যবাহী আইএফএ শিলচরের সুবর্ণ সুযোগ থাকলেও সেটা হেলায় হারিয়েছে ইস্টবেঙ্গল (East Bengal)। সেই হতাশা কাটিয়ে সুপার কাপে সাফল্য পাওয়াই প্রধান লক্ষ্য সকলের।
