Women’s League: হোপসকে হারিয়ে জাতীয় লিগের কোয়ার্টার ফাইনালে লাল-হলুদ

ফের জাতীয় মহিলা লিগে (National Women’s League) রুদ্ধশ্বাস জয় পেল ইস্টবেঙ্গল (East Bengal)। নির্ধারিত সূচি অনুযায়ী আজ হোপস এফসির মুখোমুখি হয়েছিল লাল-হলুদ ব্রিগেড।

East Bengal's Victory Against Hopes in National Women's League Quarter-Finals

ফের জাতীয় মহিলা লিগে (National Women’s League) রুদ্ধশ্বাস জয় পেল ইস্টবেঙ্গল (East Bengal)। নির্ধারিত সূচি অনুযায়ী আজ হোপস এফসির মুখোমুখি হয়েছিল লাল-হলুদ ব্রিগেড। নির্ধারিত সময়ের শেষে ১-০ ব্যবধানে জয় ছিনিয়ে নিল সুজাতা করের মেয়েরা। দলের হয়ে একমাত্র গোল করেন অধিনায়িকা রত্না হালদার।

উল্লেখ্য, গত দুই ম্যাচে মিসাকা ও ওডিশার বিপক্ষে পয়েন্ট নষ্ট করার ফলে চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে টিকে থাকার জন্য আজকের ম্যাচ জিততেই হত লাল-হলুদ কে। সেখানেই চমক দেখিয়ে লীগের কোয়ার্টার ফাইনালে উঠে গেল ইস্টবেঙ্গল।

   

উল্লেখ্য, গ্ৰপ পর্বে মুম্বাই নাইটদের কাছে বড় ব্যবধানে জয় পাওয়ার পর আত্মবিশ্বাসের তুঙ্গে উঠে গিয়েছিল রত্না-রিম্পারা। যারফল স্বরূপ মিসাকার সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেই খুশি থাকতে হয়েছিল পরের ম্যাচে। তারপরে ওডিশা এফসির কাছে শেষ মুহূর্তে গোল খেয়ে হার। এক কথায় বলতে গেলে বিরাট বড় ধাক্কা ছিল দলের কাছে। সেখান থেকেই আজ ঘুরে দাঁড়ানোর লড়াই ছিল ইমামি ইস্টবেঙ্গলের কাছে।

সেইমতো যথেষ্ট সাবধানী মনোভাব নিয়ে ম্যাচ শুরু করেছিল কলকাতার এই প্রধান। শুরু থেকেই একাধিকবার প্রতিপক্ষের রক্ষনভাগে চাপ বাড়ানোর সৃষ্টি করলেও কিছুতেই সফল হচ্ছিলেন না রিম্পারা। তবে ম্যাচের ঠিক ৩৫ মিনিটের মাথায় পেনাল্টি পায় লাল-হলুদ। সেখান থেকে গোল করেই দল কে এগিয়ে দেয় অধিনায়িকা রত্না।

প্রথমার্ধের শেষে তার গোলেই এগিয়ে থাকে দল। দ্বিতীয়ার্ধে লাল-হলুদের আক্রমণ আরো জোড়ালো হতে থাকলেও বারংবার হোপস ডিফেন্ডারদের সামনে পরাস্ত হতে হয় ইস্টবেঙ্গলের ফরোয়ার্ড লাইন কে। শেষ পর্যন্ত ১-০ গোলেই জয় নিশ্চিত করে মশাল ব্রিগেড।