Suvendu Adhikari: হাসপাতালে শুভেন্দু অধিকারী‌, কথা বললেন চিকিৎসকদের সঙ্গে

নন্দীগ্রামে পথ দুর্ঘটনায় আহত দুই যাত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিতে কলকাতার বেসরকারি হাসপাতালে গেলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শ

"Suvendu Adhikari's Visit to Kolkata Hospital for Updates on Nandigram Road Accident Victims

নন্দীগ্রামে পথ দুর্ঘটনায় আহত দুই যাত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিতে কলকাতার বেসরকারি হাসপাতালে গেলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শহরের বাইপাসের ধারে অবস্থিত সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিত্‍সাধীন রয়েছেন ভয়াবহ পথ দুর্ঘটনায় আহত কার্তিক ঘড়াই ও বলাই বেরা।

চিকিত্‍সাধীন আহতদের দেখতে হাসপাতালে পৌঁছন শুভেন্দু। আহত দুই যাত্রীর সঙ্গে দেখা করার পাশাপাশি চিকিত্‍সকদের কাছ থেকেও তাঁদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন তিনি।

আহতদের দ্রুত সুস্থতা কামনা করে তাঁদের পাশে থাকার বার্তা দেন নন্দীগ্রামের বিধায়ক। হাসপাতালে আহত দুজনের সঙ্গে দেখা করার পর সোশ্যাল মিডিয়ায় শুভেন্দু অধিকারী লেখেন, ‘আমার বিধানসভা এলাকা নন্দীগ্রামে ভয়াবহ পথ দুর্ঘটনায় আহত কার্তিক ঘড়াই ও বলাই বেরাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে দেখতে গিয়েছিলাম। দুজনেই বর্তমানে স্থিতিশীল আছেন। চিকিত্‍সকরা জানিয়েছেন ওঁরা দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরবেন’।

প্রসঙ্গত, গত বুধবার নন্দীগ্রামে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে নন্দীগ্রাম-চণ্ডীপুর রাজ্য সড়কের উপর ঠাকুরচক এলাকায় দ্রুত গতিতে আসা দুটি বাসের মাঝে পড়ে যায় যাত্রী বোঝাই ট্রেকার। সেদিনের ভয়ঙ্কর দুর্ঘটনায় মৃত্যু হয় দুজনের এবং আহত হন ২২ জন যাত্রী।