ইস্টবেঙ্গলের অনুশীলনে ফিরলেন তিন তারকা ফুটবলার

east-bengal-pre-season-hiroshi-ibusuki-no-9-jersey-ifa-shield-2025-training

সাময়িক বিরতির পর বেশ কিছুদিন আগে থেকেই অনুশীলন শুরু করেছে ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাব। গ্ৰুপ পর্বের পারফরম্যান্স ভুলে এবার সুপার কাপের সেমিফাইনালের দিকে নজর রয়েছে লাল-হলুদ কোচ অস্কার ব্রুজোর। তাঁদের লড়াই করতে হবে প্যানাজিওটিস ডিলমপেরিসের শক্তিশালী পাঞ্জাব এফসির সঙ্গে। গত সিজনের তুলনায় তাঁরা যে কতটা শক্তিশালী হয়ে উঠেছে এবার সেই আন্দাজ অনেক আগেই পেয়ে গিয়েছিলেন হেড কোচ। বর্তমানে হাতে বেশ কিছুটা সময় থাকায় দলকে ভালোমতো গুছিয়ে নিতে চান ইস্টবেঙ্গলের (East Bengal) হেডস্যার।এক্ষেত্রে ফিটনেসের পাশাপাশি টিম বন্ডিংয়ের উপর বাড়তি নজর দিচ্ছেন সকলে।

Advertisements

পূর্বে অনুশীলন শুরু করার দিনে অস্কার সশরীরে উপস্থিত না থাকলেও তাঁর নির্দেশ মতোই ফুটবলারদের অনুশীলন করাচ্ছিলেন সহকারী কোচ বিনো জর্জ থেকে শুরু করে অন্যান্য সাপোর্টিং স্টাফেরা। শোনা যাচ্ছিল, খুব শীঘ্রই কলকাতায় এসে দলের সঙ্গে যুক্ত হবেন এই স্প্যানিশ কোচ। তারপর গত শুক্রবার শহরে এসে নিজের চেনা স্বভাবে ধরা দেন অস্কার। তারপর থেকেই পুরোদমে অনুশীলন চালিয়ে যাচ্ছেন রশিদ থেকে শুরু করে মিগুয়েল ফিগুয়েরা। কিন্তু সাউল ক্রেসপোর পাশাপাশি গোলরক্ষক প্রভসুখান সিং গিল উপস্থিত ছিলেন না এই কটাদিন। কিন্তু সপ্তাহের শুরু থেকেই দলের সঙ্গে যোগদান করেছিলেন এই দুই তারকা।

   

গ্ৰুপ পর্বের শেষ ম্যাচ খেলতে গিয়েই চোটের কবলে পড়তে হয়েছিল এই স্প্যানিশ ফুটবলারকে। সেই নিয়ে যথেষ্ট চিন্তায় ছিল সকলে। অন্যদিকে, ছুটি চলাকালীন ডেঙ্গুর কবলে পড়েছিলেন গোলরক্ষক। স্বাভাবিকভাবেই তাঁকে পাওয়া নিয়ে ও দেখা গিয়েছিল ধোঁয়াশা। অবশেষে সপ্তাহের প্রথমদিন থেকেই অনুশীলনে ধরা দেন এই দুই ফুটবলার। যেটা নিঃসন্দেহে স্বস্তি জুগিয়েছিল সমর্থকদের। তবে গত কয়েকদিন ধরেই জাতীয় শিবিরের সঙ্গে যুক্ত ছিলেন লাল-হলুদের চার ফুটবলার। যাদের মধ্যে ছিলেন নাওরেম মহেশ সিং, এডমুন্ড লালরিন্ডিকা, জয় গুপ্তা এবং আনোয়ার আলি।

Advertisements

অবশেষে আজ অর্থাৎ বৃহস্পতিবার থেকেই দলের অনুশীলনে যোগদান করেন তিন ফুটবলার। যাদের মধ্যে ছিলেন নাওরেম মহেশ সিং, জয় গুপ্তা এবং এডমুন্ড লালরিন্ডিকা। এবার নিজেদের ছন্দ বজায় রাখার চ্যালেঞ্জ সকলের।