সুপার কাপের প্রস্তুতিতে ‘পঞ্চায়েত মাঠে’ জমজমাট অনুশীলন ইস্টবেঙ্গলের

East Bengal FC are training hard at Salvador do Mundo Panchayat Ground near Panaji to gear up for the upcoming Super Cup. The Red and Gold brigade aim to deliver a strong performance for their fans.

পানাজি, ২৩ অক্টোবর: আসন্ন সুপার কাপ সামনে রেখে জোরকদমে প্রস্তুতি শুরু করল ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC)। লাল-হলুদ শিবির বর্তমানে গোয়ার রাজধানী পানাজির প্রায় ১৪ কিলোমিটার দূরে অবস্থিত সালভাদর দো মুন্ডো পঞ্চায়েত গ্রাউন্ডে নিয়মিত অনুশীলন করছে।

Advertisements

অনুশীলনের পরিবেশ

খেলোয়াড়রা প্রায় প্রতিদিন সকাল ও বিকেলের সেশনে ঘাম ঝরাচ্ছেন। আধুনিক ফুটবল ট্রেনিং পদ্ধতি, ফিটনেস ড্রিল, ট্যাকটিকাল অনুশীলন—সবকিছুরই সমন্বয় করা হচ্ছে। কোচিং স্টাফের তত্ত্বাবধানে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে পাসিং, হাই-প্রেসিং গেম, ফিনিশিং এবং রক্ষণভাগের দৃঢ়তায়।

দলের মনোভাব

ইস্টবেঙ্গল (East Bengal FC) শিবিরে এখন একটাই লক্ষ্য—সুপার কাপে সেরা পারফরম্যান্স। খেলোয়াড়রা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, তারা নিজেদের সর্বোচ্চ দিতে প্রস্তুত। দলের এক সিনিয়র ফুটবলার বলেন,

“আমরা সবাই জানি সুপার কাপ আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। লাল-হলুদের জার্সি গায়ে নামলেই বাড়তি দায়িত্ব অনুভব করি। সমর্থকদের খুশি করাই আমাদের প্রথম লক্ষ্য।”

বিদেশি ও ভারতীয় খেলোয়াড়দের সমন্বয়

দলে থাকা বিদেশি ফুটবলাররা যেমন গোল করার অনুশীলনে মনোযোগী, তেমনই ভারতীয় তরুণরা নিজেদের ফিটনেস ও কৌশল শাণাচ্ছেন। কোচের পরিকল্পনা অনুযায়ী, অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে একটি ভারসাম্যপূর্ণ দল গড়ার চেষ্টা চলছে।

Advertisements
লড়াইয়ের মানসিকতা

সুপার কাপে প্রতিযোগিতা হবে কঠিন। আইএসএল-এর শীর্ষ ক্লাবগুলোর সঙ্গে সমানে টক্কর দিতে ইস্টবেঙ্গলকে (East Bengal FC) লড়তে হবে। এজন্য অনুশীলনের পাশাপাশি খেলোয়াড়দের মানসিক দৃঢ়তার ওপরও জোর দিচ্ছে সাপোর্ট স্টাফ।

সমর্থকদের প্রত্যাশা

ইস্টবেঙ্গলের সমর্থকদের কাছে সুপার কাপ এক বিশেষ সুযোগ। গত মরসুমে হতাশাজনক মুহূর্ত পেরিয়ে এবার তারা চাইছে নতুন উদ্যমে দলকে লড়াই করতে দেখতে। মাঠে দলের ফাইটিং স্পিরিট ফেরানোই সমর্থকদের বড় চাওয়া।

সুপার কাপের আগে সালভাদর দো মুন্ডোতে ইস্টবেঙ্গলের এই কঠোর অনুশীলন ইঙ্গিত দিচ্ছে, তারা একেবারেই লড়াইয়ের জন্য তৈরি হচ্ছে। লাল-হলুদের লক্ষ্য একটাই—টুর্নামেন্টে নিজেদের প্রমাণ করা এবং সমর্থকদের গর্বিত করা।