সুপার কাপের গ্রুপ পর্বের শুরুটা ভালো হয়নি ইস্টবেঙ্গলের। প্রথম ম্যাচেই আটকে যেতে হয়েছিল ডেম্পো স্পোর্টস ক্লাবের কাছে। তবে দ্বিতীয় ম্যাচে শক্তিশালী চেন্নাইয়িন এফসিকে অনায়াসেই টেক্কা দিয়েছিল কলকাতা ময়দানের এই প্রধান। যারফলে নতুন করে আসার আলো দেখতে শুরু করেছে আপামর লাল-হলুদ জনতা।
গ্ৰুপ পর্বের শেষ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব মোহনবাগান সুপার জায়ান্টের কাছে আটকে যেতে হলেও সেই হতাশা কাটিয়ে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর ফুটবলাররা। সেইমতো আগামী ৪ঠা ডিসেম্বর সুপার কাপের সেমিফাইনালে নামতে চলেছে মশাল ব্রিগেড।গোয়ার বুকে তাঁদের লড়াই করতে হবে প্যানাজিওটিস ডিলমপেরিসের শক্তিশালী পাঞ্জাব এফসির বিপক্ষে।
বিজেপি নেতার গ্রেফতারে খেজুরিতে চরম রাজনৈতিক উত্তেজনা
যাদের কাছে আটকে গিয়েছিল সুনীল ছেত্রীদের বেঙ্গালুরু এফসি। কাজেই লড়াইটা যে কতটা চ্যালেঞ্জিং সেটা ভালো মতোই বুঝতে পারছেন অস্কার ব্রুজো। তাই ভারতের ফেরার পর থেকেই জোড়কদমে দলকে প্রস্তুত করতে শুরু করে দিয়েছেন তিনি। যেখানে ম্যাচ কৌশলের পাশাপাশি খেলোয়াড়দের ফিজিক্যাল ট্রেনিং ও টিম বন্ডিংয়ের উপর বিশেষ নজর দিয়েছিলেন এই স্প্যানিশ কোচ। এসবের মাঝেই গত কয়েকদিন আগেই এবার উঠে আসতে শুরু করেছে নয়া তথ্য। জানা গিয়েছিল হাতে থাকা সময়কে কাজে লাগিয়ে দলকে ভালো মতো ঝালিয়ে নিতে চান কোচ।
এক্ষেত্রে আগামী ২৮শে নভেম্বরেই সেই প্রস্তুতি ম্যাচে নামবে ময়দানের এই শক্তিশালী প্রধান। প্রতিপক্ষ এখনও চূড়ান্ত না হলেও ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছে গোয়ান দল ডেম্পো স্পোর্টস ক্লাবের কথা। উল্লেখ্য, ইতিমধ্যেই কলকাতার বুকে শেষ অনুশীলন করে ফেলেছে ইস্টবেঙ্গল। শহর ছাড়ার আগে খুব ভালো মতোই দলকে দেখে নিয়েছেন কোচ। তবে এখনও যথেষ্ট সাবধানী তিনি।
শহর ছাড়ার আগে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, ‘ কলকাতায় শেষ অনুশীলন ছিল আমাদের। প্রতিদিন অনুশীলনে কিছু না কিছু উন্নতি করার চেষ্টা আমরা করছি। টুর্নামেন্টের জন্য দল একেবারে তৈরি আছে। কিন্তু আমাদের ভারসাম্য বজায় রাখতে হবে। আত্মতুষ্টির কোনও জায়গা নেই। কারণ আমাদের প্রতিপক্ষ পাঞ্জাব খুবই শক্তিশালী। অনুশীলন ভালো হচ্ছে, সেই অনুযায়ী খেলতে হবে।’
