Sunday, December 7, 2025
HomeSports NewsFootballদেবজিতকে রেখেই সুপার কাপ অভিযান শুরু লাল-হলুদের, নজরে একাদশ

দেবজিতকে রেখেই সুপার কাপ অভিযান শুরু লাল-হলুদের, নজরে একাদশ

- Advertisement -

আজ কিছুক্ষণের মধ্যেই গোয়ার বুকে সুপার কাপ অভিযান শুরু করতে চলেছে ইস্টবেঙ্গল দল। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে ডেম্পো স্পোর্টস ক্লাব। খাতায় কলমে প্রতিপক্ষ দলের তুলনায় অনেকটাই এগিয়ে অস্কার ব্রুজোর ছেলেরা।

তবে প্রতিপক্ষ দল নিজেদের শহরের মাঠে শহরে যে ছেড়ে দেবে না সেটা বলাই চলে। তাই সবদিক মাথায় রেখেই খেলোয়াড়দের প্রস্তুত করেছেন স্প্যানিশ কোচ। গত আইএফএ শিল্ডের হতাশা ভুলে এবার নিজেদের প্রমাণ করার চ্যালেঞ্জ সকলের কাছে। সেক্ষেত্রে দলের তিন কাঠির প্রহরী হিসেবে এবার দেবজিত মজুমদারের উপরেই ভরসা রাখলেন কোচ।

   

এইমস-এ শূন্যপদ ঘোষণা, বেতন ২ লক্ষ টাকার বেশি, ৫০ বছর বয়সীরা আবেদন করতে পারবেন

পাশাপাশি দলের রক্ষণভাগ সামাল দেওয়ার জন্য থাকছেন কেভিন সিবিলে, মহম্মদ রাওকিপ, আনোয়ার আলি এবং জয় গুপ্তা। মাঝমাঠের দখল নেওয়ার জন্য থাকছেন যথাক্রমে মহম্মদ রশিদ, সাউল ক্রেসপো এবং নাওরেম মহেশ সিং।

আপফ্রন্টে ঝড় তোলার জন্য থাকছেন হামিদ আহদাদ, হিরোশি ইবুসুকি এবং বিপিন সিং। বাকিদের আপাতত রিজার্ভে রাখা হলেও দলের প্রয়োজন অনুসারে তাঁদের মাঠে নামাতে পারেন কোচ। এখন সেদিকেই নজর থাকবে সকলের।

উল্লেখ্য, এবারের এই সিজন যথেষ্ট দাপটের সাথে শুরু করেছিল ইস্টবেঙ্গল। ডুরান্ড কাপের পর ঐতিহ্যবাহী আইএফএ শিল্ড জয়ের লক্ষ্য থাকলেও সেটা সম্ভব হয়নি। মোহনবাগান সুপার জায়ান্টের কাছে পরাজিত হয়ে অল্পের জন্য হাতছাড়া হয়েছিল শিল্ড। সুপার কাপের দল কতটা সুবিধা করতে পারে এখন সেটাই দেখার।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular