আইএফএ শিল্ড (IFA Shield) ফাইনালের আগে এখনও এক রাউন্ডের ম্যাচ বাকি। কিন্তু প্রস্তুতিতে কোনও খামতি রাখতে চাইছে না ইস্টবেঙ্গল (East Bengal)। শনিবার ক্লাবের অনুশীলন মাঠে ফুটে উঠল সেই চিত্র। দলে যোগ দিয়েছেন জাপানি স্ট্রাইকার হিরোশি ইবুসুকি। দিয়ামান্তাকসের বদলি হিসেবে দলে নেওয়া হয়েছে তাঁকে। প্রথম দিনেই অনুশীলনে নেমে পায়ের জাদু দেখালেন নতুন এই বিদেশি।
ইস্টবেঙ্গলের প্রধান কোচ অস্কার ব্রুজো প্রথম থেকেই জানিয়ে দিয়েছিলেন, “ছয় বিদেশী নিয়ে আমরা খেলব আইএফএ শিল্ড।” সেই ঘোষণার পর থেকেই সমর্থকদের মনে জিজ্ঞাসা ঘুরপাক খাচ্ছিল, তাহলে ষষ্ঠ বিদেশি কবে যোগ দেবেন দলে? ম্যানেজমেন্টের প্রতিশ্রুতি ছিল, দ্বিতীয় ম্যাচের আগেই শহরে পৌঁছে যাবেন তিনি। কথা রাখল ইস্টবেঙ্গল (East Bengal)। বৃহস্পতিবার রাতেই কলকাতায় পা রাখেন ইবুসুকি। একদিন বিশ্রামের পর শনিবার তিনি অনুশীলনে নামেন।
শনিবার সকালে অনুশীলন মাঠে দেখা যায় ইবুসুকিকে। প্রথমে সতীর্থদের সঙ্গে কুশল বিনিময় সারেন। এরপর কোচ অস্কারের তত্ত্বাবধানে হালকা শারীরিক অনুশীলন করেন তিনি। ধীরে ধীরে তাঁর সঙ্গে যোগ দেন দলের অন্যান্য ফুটবলাররাও। পাসিং অনুশীলনে নেমেই নিজের দক্ষতার প্রমাণ দেন এই জাপানি ফরোয়ার্ড। এমনকি, একাধিক গোল করে প্রথম দিনেই নিজের জাত চিনিয়ে দেন ইবুসুকি।
উল্লেখযোগ্য বিষয় হল, ইবুসুকি ৯ নম্বর জার্সি পরবেন। এক্ষেত্রে ঐতিহাসিকভাবে ইস্টবেঙ্গলে (East Bengal) একাধিক কিংবদন্তি স্ট্রাইকারের পরিধেয় ছিল। ফলে স্বাভাবিকভাবেই তাঁর প্রতি প্রত্যাশা অনেক। সুপার কাপ এবং আইএসএল শুরু হওয়ার আগেই যদি শিল্ডে নিজেকে মেলে ধরতে পারেন, তাহলে কোচ ব্রুজোর আক্রমণভাগ নিয়ে ভাবনার অনেকটাই হালকা হবে।
The 𝗦𝗲𝗻𝘀𝗲𝗶 🧠 and the 𝗦𝗮𝗺𝘂𝗿𝗮𝗶 🗡️#JoyEastBengal #WelcomeHiroshi 🇯🇵 pic.twitter.com/oE3i3YgSQ0
— East Bengal FC (@eastbengal_fc) October 12, 2025
শনিবারের অনুশীলনে অবশ্য পুরো দমে নামেননি কোচ। বরং হালকা অনুশীলনের মধ্যেই সীমাবদ্ধ রাখেন সেশন। বল ভাসিয়ে আক্রমণের কৌশল, উইং থেকে ক্রস করে গোল তোলার পরিকল্পনায় জোর দেন কোচ। তবে চিন্তার ভাঁজ নেই বলেই মনে হচ্ছে মাঝমাঠে। যদিও শনিবার অনুশীলনে স্প্যানিশ মিডিও সউল ক্রেসপোকে দেখা গেছে সাইডলাইনে বসে থাকতে। সূত্রের খবর, চোট নয়, বরং বিশ্রামের জন্যই তিনি অনুশীলনে অংশ নেননি। সাইডলাইনে ছিলেন আরও দুই ফুটবলার প্রভাত লাকরা ও রামসাঙ্গাও। তবে বাকিরা সবাই সক্রিয়ভাবে অনুশীলনে অংশ নিয়েছেন।