সুপার কাপের দৌড় যতই চরমে উঠছে, ততই বাড়ছে ফুটবলপ্রেমীদের উত্তেজনা। মোহনবাগানের বিরুদ্ধে গোলশূন্য ড্রয়ের সুবাদে সেমিফাইনালের টিকিট পাকা করেছিল ইস্টবেঙ্গল (East Bengal)। এরপরই অপেক্ষা চলছিল শেষ চারের মঞ্চে প্রতিপক্ষ কে? অবশেষে স্পষ্ট হয়েছে, লাল-হলুদের সামনে দাঁড়াচ্ছে পঞ্জাব এফসি। দুই দলেরই প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে, আর গোয়ার ফাতোরদা স্টেডিয়ামে হাজারো সমর্থকের দৃষ্টি আটকে থাকছে এই সম্মুখসমরের দিকে।
প্রসঙ্গত, শেষবার দুই দলের দেখা হয়েছিল প্রায় এক বছর আগে. গত বছরের ডিসেম্বরের ইন্ডিয়ান সুপার লিগে। সেই ম্যাচে ইস্টবেঙ্গল ৪-২ গোলে জয় ছিনিয়ে নিয়েছিল। পুরনো ফলাফল মানসিক সুবিধা দিলেও মাঠে প্রতিটি মুহূর্তই নতুন। তাই এই লড়াইয়ে কে এগিয়ে যাবে ফাইনালের পথে, তা বলবে ফুটবলের ৯০ মিনিটের যুদ্ধ।
ইস্টবেঙ্গলের প্রথম একাদশ :
Your polas to take on The Shers in the semis! 🔴🟡 ⚔️ 🟠
📺 Live on JioHotstar & Star Sports Khel#JoyEastBengal #AIFFSuperCup pic.twitter.com/lzvoVEcfUe
— East Bengal FC (@eastbengal_fc) December 4, 2025
পঞ্জাবের প্রথম একাদশে :
Our 1️⃣1️⃣ for the semi-final. Locked in.🔥⚽️
Watch the #AIFFSuperCup 2025-26 on JioHotstar & Star Sports Khel 📺#EBFCPFC #AIFFSuperCup #MeinHoonPunjab #PunjabFC #TheShers pic.twitter.com/RyWzaa2ozV
— Punjab FC (@RGPunjabFC) December 4, 2025
