আগামী শনিবার বহু প্রতীক্ষিত ডার্বি ম্যাচ (IFA Shield 2025)। যেখানে মুখোমুখি হবে ময়দানের দুই যুযুধান পক্ষ। ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপার জায়ান্ট। তবে এবার শুধুমাত্র ডার্বি ম্যাচ নয়। সাথে যুক্ত হয়েছে আইএফএ শিল্ড নির্ধারণ। যা এক কথায় অনেকটাই গুরুত্বপূর্ণ করে তুলেছে এই ম্যাচকে। যা নিয়ে গত কয়েকদিন ধরেই ব্যাপকভাবে উত্তেজনা দেখা দিয়েছে বাংলার ফুটবলপ্রেমীদের মধ্যে। এবারের এই নতুন সিজনে কলকাতা ফুটবল লিগ ও ডুরান্ড কাপ মিলিয়ে এখনও পর্যন্ত দুইটি ডার্বি আয়োজিত হয়েছে। যেখানে দুইটি ম্যাচেই জয় পেয়েছে মশাল ব্রিগেড। সেই ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্য থাকবে ফুটবলারদের।
Also Read | অবসরের পথে বিরাট কোহলি? রহস্যজনক পোস্ট ঘিরে বাড়ছে জল্পনা
অন্যদিকে, ইস্টবেঙ্গলকে পরাজিত করে আইএফএ শিল্ড ঘুরে তুলতে বদ্ধপরিকর মোহনবাগান। টুর্নামেন্টের গত দুইটি ম্যাচে যথেষ্ট ভালো পারফরম্যান্স থেকেছে সবুজ-মেরুনের। সেই ধারাবাহিকতা বজায় রেখেই পড়শীদেরকে ধুলোয় মিশিয়ে শিল্ড ঘরে তুলতে চান হোসে মোলিনা। গত কয়েকদিন ধরে সেভাবেই গোটা দলকে অনুশীলন করিয়েছেন এই স্প্যানিশ কোচ। এবার নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা থাকবে প্রত্যেকের। বলাবাহুল্য, এই হাইভোল্টেজ ম্যাচের জন্য গত কয়েকদিন আগে থেকেই অনলাইনে ডিস্ট্রিক্ট অ্যাপের মধ্যে দিয়ে শুরু হয়ে গিয়েছিল টিকিট বিক্রি।
Also Read | আই-লিগে ফেরার লড়াইয়ে স্পোর্টিং ক্লাবে অভিজ্ঞ কোচ ফার্নান্দো সান্তিয়াগো ভারেলা
পরবর্তীতে সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনের বক্স অফিস থেকে মিলছে দুই প্রধানের অফলাইন ম্যাচ টিকিট। সেই সাথে অনলাইন টিকিট রিডিম ও করার সুযোগ রয়েছে সমর্থকদের কাছে। এবার টিকিট সংক্রান্ত বিষয় নিয়ে উঠে আসলো নয়া তথ্য। জানা গিয়েছে, শুক্রবার সকাল ১১ টা থেকে ইস্টবেঙ্গল ক্লাব টেন্ট মিলবে ডার্বির অফলাইন ম্যাচ টিকিট। যারফলে সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনের পাশাপাশি ক্লাব থেকেও টিকিট সংগ্রহ করতে পারবেন সমর্থকরা। উল্লেখ্য, অনলাইনে ছাড়ার পর থেকেই ঝড়ের বেগে বিগোতে শুরু করেছিল এই হাইভোল্টেজ ডার্বির ম্যাচ টিকিট।
এক্ষেত্রে সমর্থকদের সুবিধার্থে ক্লাবের অফিসিয়াল সাইটে উল্লেখ করে দেওয়া হয়েছিল নির্ধারিত স্ট্যান্ড গুলি। সেগুলি নজরে রেখেই টিকিট বুকিং করছেন দুই দলের সমর্থকরা।