HomeSports NewsFootballশিল্ডের ফাইনালে বাগান ম্যাচেই অভিষেক! হিরোশিকে দেখতে মুখিয়ে লাল-হলুদ জনতা

শিল্ডের ফাইনালে বাগান ম্যাচেই অভিষেক! হিরোশিকে দেখতে মুখিয়ে লাল-হলুদ জনতা

- Advertisement -

শনিবার যুবভারতীতে অনুষ্ঠিত হতে চলেছে মরসুমের অন্যতম প্রতীক্ষিত ম্যাচ। আইএফএ শিল্ড ফাইনালে (IFA Shiled Final) মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপার জায়ান্ট (East Bengal vs Mohun Bagan SG)। আর সেই হাইভোল্টেজ ডার্বিতে অভিষেক হতে পারে লাল-হলুদের নতুন জাপানি স্ট্রাইকার হিরোশি ইবুসুকির (Hiroshi Ibusuki)।

ইস্টবেঙ্গল সমর্থকদের কাছে এই ম্যাচ শুধু ফাইনাল নয়, মর্যাদার লড়াই। ডুরান্ড কাপের ডার্বিতে দিমিত্রিয়স দিয়ামান্তাকসের গোলে জয় পেয়েছিল ইস্টবেঙ্গল। কিন্তু সেই গ্রিক স্ট্রাইকার এখন ক্লাবে নেই। তাই ফাইনালের আগে নতুন ভরসা হিরোশি ইবুসুকি। ফাইনালে টিকিট নিশ্চিত করেই কোচ অস্কার ব্রুজো স্পষ্ট করে দিয়েছেন, জাপানি তারকার ওপর তাঁর ভরসা রয়েছে।

   

৩৪ বছর বয়সি এই দীর্ঘদেহী (৬ ফুট ৫ ইঞ্চি) স্ট্রাইকারের আন্তর্জাতিক ছাড়পত্র (ITC) বুধবার সকালে এসে যাওয়ার ফলে আর কোনও বাধা নেই তাঁকে মাঠে নামাতে। সেই লক্ষ্যে বৃহস্পতিবার আক্রমণাত্মক অনুশীলনে হিরোশিকে সামনে রেখেই প্রস্তুতি সেরেছেন ব্রুজো।

বিশ্বকাপে চমক দিয়ে শেষ দল হিসেবে যোগ্যতা অর্জন এই দেশের

হিরোশির অভিজ্ঞতা কম নয়। সেভিয়া, জেফ ইউনাইটেড, ইয়োকোহামা, ওয়েস্টার্ন ইউনাইটেড সহ একাধিক ক্লাবে সফলভাবে খেলেছেন। অস্ট্রেলিয়ার এ-লিগে ১৫ ম্যাচে ১০ গোল তাঁর কার্যকারিতার পরিচায়ক। জাতীয় দলের হয়ে না খেললেও ক্লাব ফুটবলে ১১০ বেশি গোল করে ফেলেছেন তিনি।

হেডে গোল করার অসাধারণ দক্ষতা, বক্সে নিজের উপস্থিতি এবং প্রতিপক্ষের ডিফেন্সকে ছিন্নভিন্ন করার ক্ষমতা হিরোশিকে করে তুলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ অস্ত্র। আর ঠিক সেই কারণেই মোহনবাগানের বিপক্ষে তাঁর মাঠে নামা ঘিরে উত্তেজনার পারদ চড়ছে।

শহরের ফুটবলপ্রেমীরা ইতিমধ্যেই দুই প্রধানের শিল্ড ফাইনাল নিয়ে চর্চা শুরু করে দিয়েছেন। ইস্টবেঙ্গল নামধারীকে ২-০ ব্যবধানে হারিয়ে এবং মোহনবাগান ইউনাইটেড স্পোর্টসকে পরাজিত করে ফাইনালে উঠেছে। এই দুই দলের সাক্ষাৎ মানেই গ্যালারি ভর্তি, উত্তেজনা আর ফুটবলীয় দ্বৈরথ।

অভিষেকেই যদি হয় ডার্বি, তাহলে সেটা শুধু হিরোশির জন্য নয়। গোটা ইস্টবেঙ্গলের জন্য এক বড় বার্তা হতে পারে। ব্রুজো কি তাঁকে শুরু থেকেই নামাবেন, নাকি দ্বিতীয়ার্ধে ইমপ্যাক্ট সাব হিসেবে রাখবেন? জানা যাবে ম্যাচের দিন। তবে এ কথা স্পষ্ট, ইস্টবেঙ্গলের আক্রমণে এক নতুন ধার আনতে তৈরি হিরোশি ইবুসুকি।

East Bengal footballer Hiroshi Ibusuki like to debut in IFA Shiled Final

- Advertisement -
Subhasish Ghosh
Subhasish Ghoshhttps://kolkata24x7.in/author/sports-news-desk
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক। ২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular