শিল্ডের ফাইনালে বাগান ম্যাচেই অভিষেক! হিরোশিকে দেখতে মুখিয়ে লাল-হলুদ জনতা

East Bengal footballer Hiroshi Ibusuki like to debut in IFA Shiled Final

শনিবার যুবভারতীতে অনুষ্ঠিত হতে চলেছে মরসুমের অন্যতম প্রতীক্ষিত ম্যাচ। আইএফএ শিল্ড ফাইনালে (IFA Shiled Final) মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপার জায়ান্ট (East Bengal vs Mohun Bagan SG)। আর সেই হাইভোল্টেজ ডার্বিতে অভিষেক হতে পারে লাল-হলুদের নতুন জাপানি স্ট্রাইকার হিরোশি ইবুসুকির (Hiroshi Ibusuki)।

ইস্টবেঙ্গল সমর্থকদের কাছে এই ম্যাচ শুধু ফাইনাল নয়, মর্যাদার লড়াই। ডুরান্ড কাপের ডার্বিতে দিমিত্রিয়স দিয়ামান্তাকসের গোলে জয় পেয়েছিল ইস্টবেঙ্গল। কিন্তু সেই গ্রিক স্ট্রাইকার এখন ক্লাবে নেই। তাই ফাইনালের আগে নতুন ভরসা হিরোশি ইবুসুকি। ফাইনালে টিকিট নিশ্চিত করেই কোচ অস্কার ব্রুজো স্পষ্ট করে দিয়েছেন, জাপানি তারকার ওপর তাঁর ভরসা রয়েছে।

   

৩৪ বছর বয়সি এই দীর্ঘদেহী (৬ ফুট ৫ ইঞ্চি) স্ট্রাইকারের আন্তর্জাতিক ছাড়পত্র (ITC) বুধবার সকালে এসে যাওয়ার ফলে আর কোনও বাধা নেই তাঁকে মাঠে নামাতে। সেই লক্ষ্যে বৃহস্পতিবার আক্রমণাত্মক অনুশীলনে হিরোশিকে সামনে রেখেই প্রস্তুতি সেরেছেন ব্রুজো।

বিশ্বকাপে চমক দিয়ে শেষ দল হিসেবে যোগ্যতা অর্জন এই দেশের

হিরোশির অভিজ্ঞতা কম নয়। সেভিয়া, জেফ ইউনাইটেড, ইয়োকোহামা, ওয়েস্টার্ন ইউনাইটেড সহ একাধিক ক্লাবে সফলভাবে খেলেছেন। অস্ট্রেলিয়ার এ-লিগে ১৫ ম্যাচে ১০ গোল তাঁর কার্যকারিতার পরিচায়ক। জাতীয় দলের হয়ে না খেললেও ক্লাব ফুটবলে ১১০ বেশি গোল করে ফেলেছেন তিনি।

হেডে গোল করার অসাধারণ দক্ষতা, বক্সে নিজের উপস্থিতি এবং প্রতিপক্ষের ডিফেন্সকে ছিন্নভিন্ন করার ক্ষমতা হিরোশিকে করে তুলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ অস্ত্র। আর ঠিক সেই কারণেই মোহনবাগানের বিপক্ষে তাঁর মাঠে নামা ঘিরে উত্তেজনার পারদ চড়ছে।

শহরের ফুটবলপ্রেমীরা ইতিমধ্যেই দুই প্রধানের শিল্ড ফাইনাল নিয়ে চর্চা শুরু করে দিয়েছেন। ইস্টবেঙ্গল নামধারীকে ২-০ ব্যবধানে হারিয়ে এবং মোহনবাগান ইউনাইটেড স্পোর্টসকে পরাজিত করে ফাইনালে উঠেছে। এই দুই দলের সাক্ষাৎ মানেই গ্যালারি ভর্তি, উত্তেজনা আর ফুটবলীয় দ্বৈরথ।

অভিষেকেই যদি হয় ডার্বি, তাহলে সেটা শুধু হিরোশির জন্য নয়। গোটা ইস্টবেঙ্গলের জন্য এক বড় বার্তা হতে পারে। ব্রুজো কি তাঁকে শুরু থেকেই নামাবেন, নাকি দ্বিতীয়ার্ধে ইমপ্যাক্ট সাব হিসেবে রাখবেন? জানা যাবে ম্যাচের দিন। তবে এ কথা স্পষ্ট, ইস্টবেঙ্গলের আক্রমণে এক নতুন ধার আনতে তৈরি হিরোশি ইবুসুকি।

East Bengal footballer Hiroshi Ibusuki like to debut in IFA Shiled Final

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন