ব্যাপক প্রত্যাশা নিয়ে এবারের এই ফুটবল মরসুম শুরু করেছে ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব (East Bengal FC)। স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোর নির্দেশ মতো একের পর এক দাপুটে ফুটবলারদের যুক্ত করা হয়েছে দলের সঙ্গে। তাঁদের নিয়েই এবারের এই ঐতিহ্যবাহী ডুরান্ড কাপ দিয়ে নিজেদের অভিযান শুরু করেছিল ময়দানের এই প্রধান। জয়ের মধ্য দিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবকে পরাজিত করে সেমিফাইনালে স্থান করে নিলেও পরবর্তীতে আর এগোনো সম্ভব হয়নি। ডায়মন্ড হারবার এফসির কাছে পরাজিত হয়ে ছিটকে যেতে হয়েছিল টুর্নামেন্ট থেকে। সেই হতাশা কাটিয়ে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর ছিল দল।
Also Read | সুপার কাপের আগে সন্দীপকে তোপ দাগলেন ইমামি কর্তা, কি বললেন?
সেক্ষেত্রে এবারের আইএফএ শিল্ডকে পাখির চোখ করেছিলেন অস্কার। সেইমতো প্রথম থেকেই যথেষ্ট দুরন্ত ছন্দে ধরা দিয়েছিল লাল-হলুদ ব্রিগেড। শ্রীনিধি ডেকান এফসির পাশাপাশি নামধারী এফসিকে ও পরাজিত করেছিল ইস্টবেঙ্গল (East Bengal FC)। কিন্তু চূড়ান্ত সাফল্য আসেনি। গত কয়েকদিন আগেই ফাইনালে পরাজিত হতে হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব মোহনবাগান সুপার জায়ান্টের কাছে। যারফলে এবার শিল্ড জয়ের সুবর্ণ সুযোগ হেলায় হারায় নাওরেম মহেশ সিং থেকে শুরু করে মহম্মদ রশিদরা। তবে সেই হতাশা কাটিয়ে এবারের সুপার কাপে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর ইস্টবেঙ্গল (East Bengal FC)।
Also Read | শিল্ড জিতে ফুরফুরে মেজাজে বাগান ব্রিগেড, কবে যাচ্ছে গোয়া?
আগামী ২৫শে অক্টোবর টুর্নামেন্টের প্রথম ম্যাচ। তার আগে মোট ২৪ জন ফুটবলারকে রেজিস্টার করাল ইস্টবেঙ্গল (East Bengal FC)। যেখানে গোলরক্ষক হিসেবে থাকছেন দেবজিত মজুমদার, প্রভসুখান সিং গিল এবং গৌরব সাউ। ডিফেন্ডারদের মধ্যে থাকছেন যথাক্রমে আনোয়ার আলি, লালচুংনুঙ্গা, মহম্মদ রাওকিপ, কেবিন সিভিলে, মার্তন্ড রায়না, বিক্রম সিং এবং জয় গুপ্তা। মিডফিল্ডারদেয মধ্যে রয়েছেন মিগুয়েল ফিগুয়েরা, নাওরেম মহেশ সিং, সাউল ক্রেসপো, মহম্মদ রশিদ, সৌভিক চক্রবর্তী, জিকসন সিং। আপফ্রন্টের জন্য থাকছেন মোট আটজন খেলোয়াড়।
যাদের মধ্যে রয়েছেন হামিদ আহদাদ, ডেভিড লালহানসাঙ্গা, হিরোশি ইবুসুকি,এডমুন্ড লালরিন্ডিকা,বিপিন সিং, জেসিন টিকে, সায়ন বন্দোপাধ্যায় এবং পিভি বিষ্ণু।