Sandesh Jhingan: বেঙ্গালুরু ছেড়ে দেওয়া সন্দেশকে নিতে ঝাপাচ্ছে ইস্টবেঙ্গল

গত ফুটবল মরশুমের পর থেকেই চেহারা পাল্টে যেতে শুরু করেছে বেঙ্গালুরু এফসির। গত কয়েকদিন আগেই ক্লাব ছেড়েছেন দলের তারকা ফুটবলার প্রবীর দাস। বিরাট অর্থের চুক্তিতে…

Sandesh Jhingan in east bengal

গত ফুটবল মরশুমের পর থেকেই চেহারা পাল্টে যেতে শুরু করেছে বেঙ্গালুরু এফসির। গত কয়েকদিন আগেই ক্লাব ছেড়েছেন দলের তারকা ফুটবলার প্রবীর দাস। বিরাট অর্থের চুক্তিতে আগামী তিনটি মরশুমের জন্য কেরালা ব্লাস্টার্সের জার্সি গায়ে চাপিয়েছেন এই তারকা ফুটবলার। বাদ যায়নি তার প্রিয় বন্ধু রয়কৃষ্ণা। বেঙ্গালুরু তথা ভারতীয় ফুটবলে ইতি টেনে তিনি চলে গিয়েছেন পুরোনো ক্লাব ওয়েলিংটন ফিনিক্সে। এবার দল ছাড়লেন দেশের ভরসাযোগ্য ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান (Sandesh Jhingan)।

আইএসএলের রেকর্ড অনুযায়ী টানা ছয়টি ফুটবল মরশুম কেরালা ব্লাস্টার্সের হয়ে খেলে কলকাতায় এসে এটিকে মোহনবাগান দলে নাম লেখান এই তারকা। প্রথম সিজনে যথেষ্ট ভালো খেলার পর পরবর্তীতে ক্রোয়েশিয়ার সিবেনিকে নাম লেখান সন্দেশ। তবে সেই যাত্রা বেশিদিন সুখকর হয়নি এই তারকার। তার পরের মরশুমে ফের বাগান শিবিরে যোগ দিলেও সেভাবে নজর কারতে সক্ষম থাকেননি। এরপর শেষ মরশুমে যোগদান করেন বেঙ্গালুরু এফসি দলে।

প্রথম দিকে সাইমনের দলে মানিয়ে নিতে সমস্যা দেখা দেয়। যারফলে, টুর্নামেন্টে অনেকটাই পিছিয়ে পড়ে দল। তবে পরবর্তীতে দলের আরেক তারকা ব্রুনো ফার্নান্ডেজের সঙ্গে জুঁটি বেঁধে ব্যাপক লড়াই করেন সন্দেশ। যার দৌলতে লিগ টেবিলের তলানি থেকে সোজা আইএসএলের সেমিতে উঠে যায় দল। সেখানে সাডেন ডেথে মুম্বাই সিটি এফসি কে হারিয়ে টুর্নামেন্টের ফাইনাল। যদিও শেষ রক্ষা হয়নি। ট্রাইবেকারে এটিকে মোহনবাগান দলের কাছে পরাজিত হতে হয় বেঙ্গালুরু দলকে। পরবর্তীতে সুপার কাপের ফাইনালে উঠলেও সেখানে ও পরাজিত হতে হয় সুনীল ব্রিগেড কে। তবে সেসব এখন অতীত। এবার এই তারকা ফুটবলার কে ছেড়ে দিচ্ছে বেঙ্গালুরু এফসি।

সেই সুযোগকে কাজে লাগিয়েই এবার এই তারকা ফুটবলার কে দলে টানার প্রচেষ্টায় রয়েছে একাধিক ক্লাব। যাদের মধ্যে রয়েছে এফসি গোয়া, হায়দরাবাদ এফসি ও ইমামি ইস্টবেঙ্গলের মতো ক্লাব। তবে এক্ষেত্রে অনেক অংশেই এগিয়ে রয়েছে মানালো মার্কুজের এফসি গোয়া। যার কারন হিসেবে উঠে আসছে আনোয়ার আলির রিলিজ। মনে করা হচ্ছে গোয়ার পুরোনো তারকা আনোয়ার আলির বদলেই সন্দেশ এক চাইছে ক্লাব। অন্যদিকে দেশের এই তারকা ফুটবলার কে পেতে রীতিমতো লড়াই শুরু করেছে ওগবেচের হায়দরাবাদ ও কলকাতার ইমামি ইস্টবেঙ্গল। তাই শেষ পর্যন্ত কোথায় সই করেন এই তারকা, এখন সেটাই দেখার।