Monday, December 8, 2025
HomeSports NewsFootballফের স্বপ্নভঙ্গ লাল-হলুদের, টাইব্রেকারে বাজিমাত গোয়ার

ফের স্বপ্নভঙ্গ লাল-হলুদের, টাইব্রেকারে বাজিমাত গোয়ার

- Advertisement -

আইএফএ শিল্ডের দুঃস্বপ্ন ফিরে এলো সুপার কাপে (East Bengal vs FC Goa Super Cup Final)। পরপর টানা দুইটি টুর্নামেন্টের ফাইনালে হারল ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। সেবার মোহনবাগান সুপার জায়ান্টের কাছে আটকে যেতে হয়েছিল ময়দানের এই প্রধানকে। এবার মানোলো মার্কেজের এফসি গোয়ার কাছে ট্রফি নির্ধারণী ম্যাচের পরাজিত হল অস্কার ব্রুজোর ছেলেরা। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী এদিন সন্ধ্যায় জওহরলাল নেহরু ফতোরদা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল এই দুই শক্তিশালী দল। সম্পূর্ণ সময়ের শেষে অমীমাংসিত ফলাফল বজায় থাকায় ম্যাচ চলে গিয়েছিল অতিরিক্ত সময়ের দিকে।

তবুও বদলায়নি ফলাফল। স্বাভাবিকভাবেই ম্যাচ চলে গিয়েছিল টাইব্রেকারে। সেখানেই ৬-৫ ফলাফলে বাজিমাত করে এফসি গোয়া। যারফলে টানা দুইবার সুপার কাপ চ্যাম্পিয়ন হল দেশের এই শক্তিশালী ফুটবল ক্লাব। যা নিঃসন্দেহে বিরাট বড় রেকর্ড।

   

নব্বই মিনিটের শেষে ও অমীমাংসিত ফলাফল, ম্যাচ গড়াল অতিরিক্ত সময়ে

আগামী দিনে ও এই ফলাফল বজায় রাখার লক্ষ্য থাকবে গোয়া শিবিরের। অপরদিকে, এই নিয়ে টানা দুইটি টুর্নামেন্টের ফাইনালের পরাজিত হল মশাল ব্রিগেড। সেই নিয়ে ব্যাপক হতাশা দেখা দিয়েছে লাল-হলুদ সমর্থকদের মধ্যে। গতবছর একেবারে তথৈবচ পারফরম্যান্স ছিল কলকাতা ময়দানের এই ফুটবল দলের।

সেই ধাক্কা কাটিয়ে এবার সাফল্যের মধ্য দিয়ে সীজন অতিবাহিত করার লক্ষ্য থাকলেও সে আর হলো কোথায়। এবার ফের ফাইনালে হার। খারাপ সময় যেন কিছুতেই শেষ হচ্ছে না ইস্টবেঙ্গলের। উল্লেখ্য, আজকের এই ম্যাচে গোলশূন্য ফলাফল থাকার পর ম্যাচ যায় টাইব্রেকারে।

সেখানে শুরু থেকেই যথেষ্ট দাপট ছিল ইস্টবেঙ্গলের। প্রথম শটেই গোল করে গিয়েছিলেন কেভিন সিবিলে। তারপর প্রথম শটে ভুল করার লক্ষ্য থাকলো সেটি করতে পারেননি প্রতিপক্ষ ফুটবলার। যারফলে অ্যাডভান্টেজে চলে এসেছিল ইস্টবেঙ্গল। কিন্তু সুযোগ নষ্ট করেন প্যালেস্টাইনের তারকা ফুটবলার মহম্মদ রশিদ। তারপরের শটেই সমতায় আসে গোয়া।

তারপর বিষ্ণু ইস্টবেঙ্গলের হয়ে শট নিতে আসলেও বল বলে রাখা সম্ভব হয়নি তাঁর পক্ষে। স্বাভাবিকভাবেই অ্যাডভান্টেজে চলে যায় এফসি গোয়া‌। তারপর ইস্টবেঙ্গল গোলরক্ষক পরাস্ত হতেই আর ম্যাচে ফেরার সুযোগ ছিল না লাল-হলুদের কাছে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular