পড়শিদের খোঁচা দিয়ে বিশেষ ব্যানার লাল-হলুদ সমর্থকদের

east-bengal-fans-banner-taunts-mohun-bagan-iran-row-ifa-shield-final-kolkata-derby

আজ সন্ধ্যায় সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএফএ শিল্ডের ফাইনালে নেমেছে দুই প্রধান। গত কয়েকদিন ধরেই যার অপেক্ষায় ছিল গোটা বাংলার ফুটবলপ্রেমীরা। ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব এবং মোহনবাগান সুপার জায়ান্টের লড়াইয়ে (Kolkata Derby) সর্বদা ভিড় জমান ফুটবলপ্রেমীরা। কিন্তু এবার শুধুমাত্র ডার্বি ম্যাচ নয়। সেইসাথে নির্ধারণ হয়ে যাবে এবারের শিল্ড জয়ী দল। স্বাভাবিকভাবেই আগের তুলনায় লড়াই যে এবার আর ও কঠিন সেটা বলাই চলে। তাই সবদিক মাথায় রেখেই নিজেদের একাদশ সাজিয়ে ছিলেন দুই দলের কোচ। প্রথম দিকে ইস্টবেঙ্গল দলকে আক্রমণাত্মক ভঙ্গিতে দেখা গেলেও পরবর্তীতে ম্যাচের বয়স বাড়ার সাথে সাথেই রাশ টানতে শুরু করে মোহনবাগান।

Advertisements

তাঁরা ফিরে আসে নিজেদের পরিচিত ছন্দে। জেমি ম্যাকলারেন থেকে শুরু করে জেসন কামিন্সদের মতো ফুটবলাররা গোলের সুযোগ পেয়েছিলেন একাধিকবার। তবে অল্পের জন্য লক্ষ্য ভ্রষ্ট হচ্ছিল প্রত্যেকবার। পরবর্তীতে ম্যাচের তৃতীয় কোয়ার্টারের মাঝামাঝি সময় যদিও গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দিয়েছিলেন হামিদ আহদাদ। কিন্তু সেটা বেশিক্ষণ স্থায়ী হয়নি। প্রথমার্ধের শেষের দিকেই গোল করে সবুজ-মেরুনকে সমতায় ফেরান আপুইয়া। প্রথমার্ধের শেষে অমীমাংসিত ফলাফলের পর দ্বিতীয়ার্ধে ও ম্যাচের দখল রাখতে চাইবে মেরিনার্সরা।

তবে এই ম্যাচ চলাকালীন লাল-হলুদ গ্যালারিতে লক্ষ্য করা যায় একটি ব্যানার। যেখানে লেখা রয়েছে,‌ “আমরাই ভিনদেশীদের বিরুদ্ধে এই দেশের জবাব।” পাশে কাঁটা চিহ্ন দিয়ে পরের লাইনে লেখা ” আমাদের ভিনদেশীদের বিরুদ্ধে পালানোর স্বভাব।” এই লেখার পাশে আবার টিক চিহ্ন দেওয়া। সাম্প্রতিককালে মোহনবাগান সুপার জায়ান্টের ইরান না যাওয়া নিয়ে যে বিতর্ক দেখা দিয়েছে এই ব্যানার হয়তো সেক্ষেত্রে আগুনে ঘি ঢালার মতো পরিস্থিতি তৈরি করল। অপরদিকে মোহনবাগান গ্যালারিতে এবার দেখা গেল না তেমন কিছুই।

Advertisements

তবে আজ শিল্ড জিতে লাল-হলুদ সমর্থকদের যোগ্য জবাব দিতে চাইবেন শুভাশিস বসু থেকে শুরু করে জেসন কামিন্সরা। সেইমতো দ্বিতীয়ার্ধে আরও সক্রিয়তা দেখাতে পারে মোহনবাগান।