ভালো সময় যেন কিছুতেই আসতে চাইছে না ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল ক্লাবের। গতবারের হতাশাজনক পারফরম্যান্সের পর এবার প্রথম থেকেই যথেষ্ট চনমনে মেজাজে ধরা দিয়েছিল লাল-হলুদের ফুটবলাররা। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। এবারের ঐতিহ্যবাহী ডুরান্ড কাপের পাশাপাশি ঐতিহাসিক শিল্ড ও হাতছাড়া হয় ময়দানের এই প্রধানের। সেই নিয়ে যথেষ্ট হতাশা দেখা দিয়েছিল সমর্থকদের মধ্যে। তবুও সেই ধাক্কা কাটিয়ে আজ থেকেই দেশের সর্বভারতীয় কাপ টুর্নামেন্ট তথা সুপার কাপ শুরু করেছিল ইস্টবেঙ্গল (East Bengal)। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে ছিল আইলিগের ডেম্পো স্পোর্টস ক্লাব।
আরও পড়ুন: সুপার কাপে অভিযান শুরুতেই প্রথম একাদশে নেই তারকা ফুটবলার
প্রতিপক্ষের তুলনায় শক্তিশালী দল হিসেবে ইস্টবেঙ্গল (East Bengal) উঠে আসলেও জয়ের দেখা মেলেনি। শেষ পর্যন্ত ২-২ গোলের অমীমাংসিত ফলাফলে শেষ হয় এই ম্যাচ। এদিন ইস্টবেঙ্গলের (East Bengal) হয়ে গোল করে যান নাওরেম মহেশ সিং এবং মিগুয়েল ফিগুয়েরা। অন্যদিকে ডেম্পোর হয়ে গোল পান মহম্মদ আলি এবং লক্ষ্মীমানরাও রানে। প্রথম ম্যাচেই ইস্টবেঙ্গলের (East Bengal) এই আটকে যাওয়া নিঃসন্দেহে বাড়তি অ্যাডভান্টেজ যুক্ত করবে পড়শী ক্লাব মোহনবাগান সহ গ্ৰুপের আরেক দল তথা চেন্নাইয়িন এফসিকে। বলাবাহুল্য, এদিন প্রথম থেকেই যথেষ্ট ছন্নছাড়া ফুটবল খেলতে দেখা যাচ্ছিল লাল-হলুদ শিবিরকে। তবে ম্যাচের বয়স বাড়ার সাথে সাথে খেলায় আধিপত্য বিস্তার করতে মরিয়া হয়ে উঠেছিল ময়দানের এই প্রধান।
আপফ্রন্টের ফুটবলার হামিদ আহদাদ থেকে শুরু করে হিরোশি ইবুসুকিরা সুযোগ বুঝেই প্রতিপক্ষের রক্ষণভাগে ফাটল ধরাতে হয়ে উঠেছিলেন। কিন্তু তবুও ডেম্পোর রক্ষণ ভেঙে গোলের মুখ খোলা সম্ভব হচ্ছিল না তাঁদের পক্ষে। ঘন ঘন চেষ্টা করে ও কাজের কাজ কিছুই করা সম্ভব হচ্ছিল না তাঁদের পক্ষে। অপরদিকে, সুযোগ বুঝেই দেবজিত মজুমদারকে পরাজিত করে লাল-হলুদ রক্ষণ ভেদ করে যায় ডেম্পো স্পোর্টস ক্লাব। গোল করেন মহম্মদ আলি। যদিও দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করে দলকে সমতায় এনেছিলেন নাওরেম মহেশ সিং। তারপর থেকেই নিজেদের পুরনো ছন্দ ফেরাতে তৎপর হয়ে উঠেছিল ইস্টবেঙ্গল।
তারপর ৫৮ মিনিটের মাথায় লালচুংনুঙ্গার পাস থেকে উইং থেকে উঠে এসে প্রতিপক্ষের সেকেন্ড পোস্টের দিকে ক্রস নেন মিগুয়েল। যা আটকাতে পারেননি দলের গোলরক্ষক। যারফলে অনায়াসেই এগিয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল। কিন্তু ৮৯ মিনিটের মাথায় ঘটে গিয়েছিল বিপত্তি। ইস্টবেঙ্গল ডিফেন্ডারদের পরাজিত করে দলকে সমতায় এনে যান রানে। তারপর আর বদলায়নি ম্যাচের ফলাফল।


