ফাইনালে পৌঁছেও রেফারিং নিয়ে ক্ষুব্ধ অস্কার, আপডেট দিলেন হিরোশির

East Bengal coach Oscar Bruzon give update on Hiroshi Ibusuki reach IFA Shield 2025 final

মরশুমের শুরু থেকেই অস্কার ব্রুজোর ইস্টবেঙ্গল এফসি (East Bengal) একের পর এক জয় ছিনিয়ে নিচ্ছে। আইএফএ শিল্ড ২০২৫ গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে কিশোর ভারতী স্টেডিয়ামে নামধারী এফসিকে ২-০ গোলে হারিয়ে জয়রথ অব্যাহত রাখল লাল-হলুদ ব্রিগেড। ম্যাচের দুই অর্ধেই একচেটিয়া দাপট ছিল ইস্টবেঙ্গলের। গোল করেছেন মহম্মদ রশিদ এবং তরুণ প্রতিভা পিভি বিষ্ণু।

প্রথমার্ধে ১৯ মিনিটে বাসিম রশিদের দূরপাল্লার শট নামধারী ডিফেন্ডারের গায়ে লেগে গোলমুখে চলে যায়। গোলরক্ষক কিছুই করতে পারেননি। এরপর ম্যাচের ৪১ মিনিটে ডেভিড লালহানসাঙ্গার পাস থেকে দুর্দান্ত গোল করেন পিভি বিষ্ণু। দুই অর্ধে তীব্র আক্রমণে বিপক্ষকে প্রায় কোণঠাসা করে রাখে ব্রুজোর ছেলেরা।

ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে কোচ অস্কার ব্রুজো (East Bengal) জানান, “এই জয় আমাদের পরিকল্পনার ফল। তবে আমাদের আরও অনেক কিছু শেখার বাকি আছে, বিশেষত আক্রমণের শেষ ধাপে আরও কার্যকর হওয়া জরুরি।” তিনি জানান, তার দলে হিরোশির অন্তর্ভুক্তি নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। আন্তর্জাতিক ট্রান্সফার প্রক্রিয়া চলছে এবং ক্লাব ম্যানেজমেন্ট দ্রুতই বিষয়টি মিটিয়ে ফেলবে বলেই তিনি আশা করছেন।

Advertisements
শিল্ড ফাইনালে ডার্বি হলে জিতবে কে? জানালেন নামধারী কোচ, পাল্টা খোঁচা অস্কারের

স্প্যানিশ কোচ ব্রুজো যোগ করেন, “হিরোশি অনুশীলন করছে, তিন সপ্তাহ দলের বাইরে থাকলেও সে নিজে ফিটনেস ধরে রেখেছে। তার মতো পজিশনাল বক্স প্লেয়ার আমাদের দলে আর নেই, তাই ওর সংযোজন একটা ‘সারপ্রাইজ প্যাকেজ’ হতে পারে।”

তবে এদিন ম্যাচের রেফারিং এবং পিচের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন কোচ। তিনি বলেন, “আমাদের মতো এক ঐতিহাসিক ক্লাবকে কেন এমন খারাপ মাঠে খেলতে হবে? কেন আমাদের এমন রেফারি দেওয়া হচ্ছে যে ম্যাচ সামলাতে পারছে না? নামধারীর ফুটবলারদের আচরণ ছিল আগ্রাসী ও প্ররোচনামূলক। এই রকম অবস্থায় আগের মরশুমে আমরা ৯ জনে শেষ করতাম, কিন্তু এবার ছেলেরা দারুণভাবে আবেগ নিয়ন্ত্রণ করেছে।”

তরুণ খেলোয়াড় জেসিন এবং সায়নকে নিয়েও আশাবাদী কোচ ব্রুজো জানান, “এরা ভবিষ্যতের তারকা। যদিও এই পর্যায়ে খেলাটা ওদের জন্য কঠিন, তবু আমরা ধাপে ধাপে ওদের তৈরি করব।”

ম্যাচের প্রেক্ষাপটে এক গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল, সুপার কাপের আগে এই শিল্ড খেলা কি সঠিক সিদ্ধান্ত? ব্রুজো জানালেন, “আমরা প্রস্তুতির জন্য প্রীতি ম্যাচ খেলতেও পারতাম। কিন্তু এই প্রতিযোগিতামূলক ম্যাচগুলো খেললে দলের মানসিকতা, তীব্রতা ও ছন্দ অনেক ভালো হয়। তাই শিল্ড খেলাটা আমাদের জন্য সঠিক সিদ্ধান্ত ছিল।”

সব মিলিয়ে দুই ম্যাচে দুটি জয় এবং কোনও গোল না খাওয়া ইস্টবেঙ্গলের (East Bengal) পক্ষে আত্মবিশ্বাস বাড়াচ্ছে। তবে আক্রমণে আরও ধার বাড়াতে হবে বলেই মত কোচের। আগামী ম্যাচ তথা আইএফএ শিল্ডের ফাইনালে সম্ভবত মোহনবাগান বিরুদ্ধে মুখোমুখি হবে লাল-হলুদ বাহিনী। সবকিছু ঠিকঠাক চললে হিরোশির অভিষেকও হয়ে যেতে পারে সেই ম্যাচেই।

East Bengal coach Oscar Bruzon give update on Hiroshi Ibusuki reach IFA Shield 2025 final

Advertisements