East Bengal: মুম্বই সিটির এই তারকা ফুটবলারকে চূড়ান্ত করার পথে ইস্টবেঙ্গল

দিনকয়েক আগেই নিজেদের নতুন কোচের নাম ঘোষণা করেছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। স্টিফেন কনস্ট্যানটাইনকে বিদায় জানিয়ে আগামী দুই বছরের চুক্তিতে লাল-হলুদে আসছেন বেঙ্গালুরু এফসির আইএসএল জয়ী কোচ কার্লোস কুয়াদ্রাত।

Star footballer Vinit Rai

দিনকয়েক আগেই নিজেদের নতুন কোচের নাম ঘোষণা করেছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। স্টিফেন কনস্ট্যানটাইনকে বিদায় জানিয়ে আগামী দুই বছরের চুক্তিতে লাল-হলুদে আসছেন বেঙ্গালুরু এফসির আইএসএল জয়ী কোচ কার্লোস কুয়াদ্রাত। তিন বছরের অফফর্ম কাটিয়ে এবার তার হাত ধরেই পুরোনো ছন্দে ফিরতে মরিয়া মশাল ব্রিগেড।

তবে শুধুমাত্র কোচ চূড়ান্ত করাই নয়, আগামী মরশুমের জন্য দল গঠনের কাজ ও শুরু করে দিয়েছে কলকাতার এই প্রধান। ইতিমধ্যেই নাকি ওডিশা ও চেন্নাইনের বেশকিছু খেলোয়াড়দের কে প্রায় চূড়ান্ত করে ফেলেছে ম্যানেজমেন্ট। এবার নাকি তাদের নজর মুম্বাই সিটির দিকে।

   

বিশেষ সূত্র মারফত খবর, এবার নাকি মুম্বাইয়ের ডিফেন্সিভ মিডফিল্ডার বিনীত রাইকে দলে টানতে চলেছে ইমামি ইস্টবেঙ্গল ব্রিগেড। গত কয়েকদিন ধরেই তার সাথে কথাবার্তা চালাচ্ছিল লাল-হলুদ। বর্তমানে নাকি অনেকটাই ইতিবাচক সেই আলাপচারিতা। তাই মনে করা হচ্ছে খুব একটা অঘটন না ঘটলে আগামী মরশুমে কলকাতার এই প্রধানে প্রায় নিশ্চিত বিনীত।

টাটা ফুটবল অ্যাকাডেমি থেকে নিজের ক্যারিয়ার শুরু করলেও পরবর্তীতে পাঁচবারের আইলিগ জয়ী দল ডেম্পো স্পোর্টস ক্লাবে যোগদান করেন তিনি। তারপর মিনার্ভা ছেড়ে আইএসএলের প্রথম দল হিসেবে যোগদান করেন সচীন তেন্ডুলকরের কেরালা ব্লাস্টার্স ক্লাবে। সেখান থেকে পরের মরশুমে যোগদান করেন ওডিশা এফসি দলে। তারপর এই তরুন ফুটবলার কে দলে টেনে নেয় রনবীর কাপুরের মুম্বাই সিটি। সেখানেই গত মরশুম পর্যন্ত খেলেছেন বিনীত। তবে এখানেই শেষ নয়। আন্তর্জাতিক ক্ষেত্রে যথেষ্ট ভালো ট্রাক রেকর্ড আছে এই ফুটবলারের।

গত ২০১৫ সালে অনূর্ধ্ব ২৩ ভারতীয় দলের হয়ে প্রথম মাঠে নামেন তিনি। উজবেকিস্তানের বিরুদ্ধে যথেষ্ট লড়াকু মেজাজে দেখা যায় তাকে। পরের বছর অর্থাৎ ২০১৬ সালে এএফসির চ্যাম্পিয়ন শিপ কোয়ালিফায়ার ও খেলতে দেখা যায় এই ডিফেন্সিভ মিডফিল্ডারকে। পরবর্তী সময়ে সিনিয়র দলে ডাক পান তিনি। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে মাঠে নামতে না পারলে ও দলের অন্যান্য সিনিয়র ফুটবলারদের সঙ্গে রিজার্ভ বেঞ্চে থাকেন এই প্রতিভাবান। পরবর্তীতে ভুটানের বিরুদ্ধে দেশের জার্সি গায়ে খেলতে দেখা গিয়েছিল তাকে।

পাশাপাশি গত মরশুমের আইএসএলে ও নিজের দাপট দেখিয়েছেন তিনি। মুম্বাই সিটির হয়ে মোট ১১ টি ম্যাচ খেলতে পেরেছিলেন বিনীত। আকর্ষণীয় পাসিং অ্যাকিউরেসির সাথে ২ টো গোল ও পেয়েছিলেন এই তারকা। সব ঠিকঠাক থাকলে আগামী মরশুমে লাল-হলুদ জার্সিতে খেলতে দেখা যাবে এই প্রতিভাবানকে।