বিশ্বকাপ নিয়ে ট্রাম্পের হুঙ্কারের পর পরিবর্তন হচ্ছে এই ম্যাচের ভ্যেনু!

Donald Trump removal threat of FIFA World Cup 2026 matchfrom Boston

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের (FIFA World Cup 2026) কিছু ম্যাচ বস্টন এলাকা থেকে সরিয়ে নেওয়ার হুমকি দিয়েছেন। তিনি বস্টনের মেয়র মিশেল উ’র বিরুদ্ধে কড়া সমালোচনা করে বলেন, “শহরে ‘নিরাপত্তাহীনতা’ বাড়ছে এবং মেয়র রাজনৈতিক কারণে ব্যবস্থা নিতে ব্যর্থ হচ্ছেন।”

Advertisements

১৫ অক্টোবর আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মাইলির সঙ্গে হোয়াইট হাউসে এক যৌথ উপস্থিতিতে ট্রাম্প এই মন্তব্য করেন। তিনি বলেন, “আমরা এই ম্যাচগুলো সরিয়ে নিতে পারি। আমি বস্টনের মানুষকে ভালোবাসি, কিন্তু তোমাদের মেয়র ভালো না। তিনি মেধাবী, কিন্তু চরম বামপন্থী। শহরের কিছু অংশ তাদের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে।”

ট্রাম্প বলেন, যদি শহরের পরিস্থিতি খারাপ হয় এবং নিরাপত্তা প্রশ্নে উদ্বেগ থাকে, তাহলে তিনি সরাসরি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে যোগাযোগ করবেন। ট্রাম্প বলেন, “জিয়ান্নি অসাধারণ একজন মানুষ। আমি তাকে ফোন করে বলব, ‘চলো অন্য কোথাও নিয়ে যাই।’ সে এটা খুব সহজেই করবে।”

তবে, ফিফার নিয়ম অনুযায়ী, ম্যাচ ভেন্যু সংক্রান্ত সকল সিদ্ধান্ত সম্পূর্ণভাবে ফিফার হাতে। এবিষয়ে ফিফার সহ-সভাপতি ভিক্টর মন্টাগলিয়ানি সম্প্রতি বলেছেন, “এটা ফিফার টুর্নামেন্ট, ফিফার অধিকারেই সব সিদ্ধান্ত হবে।”

বিশ্বকাপে জোড়া হারের পর আইসিসির কোপে ভারত, আর খেলতে পারবে ম্যাচ?

২০২৬ সালের বিশ্বকাপ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা যৌথভাবে আয়োজন করছে। বস্টনের কাছে ফক্সবোরোতে অবস্থিত জিলেট স্টেডিয়ামে ৭টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ফিফা ২০২২ সালেই ১৬টি ভেন্যু ও ম্যাচ বণ্টনের তালিকা চূড়ান্ত করেছিল। বস্টনে প্রথম ম্যাচটি নির্ধারিত হয়েছে ১৩ জুন, যেখানে গ্রুপ ‘সি’র দুটি দল মাঠে নামবে।

সম্প্রতি বস্টনে গভীর রাতের স্ট্রিট পার্টিতে সহিংসতা ছড়িয়ে পড়লে, শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে আসে। ঘটনার জেরে বেশ কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ। এর পর থেকেই ট্রাম্পের এই মন্তব্যগুলো সামনে আসে।

Advertisements

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের এই মন্তব্য মূলত এক নির্বাচনী কৌশল। ২০২৮ সালের নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে তিনি নগর প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করছেন এবং জনগণের মনোযোগ আকর্ষণের চেষ্টা করছেন। তবে মেয়র মিশেল উ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানাননি।

বিশ্বকাপের মতো বড় মাপের একটি আন্তর্জাতিক টুর্নামেন্টে ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত জটিল। এতে বড় ধরনের আর্থিক ক্ষতি, পরিবহন সমস্যা ও স্থানীয় অবকাঠামোগত ঝুঁকি তৈরি হবে। বিশেষজ্ঞরা বলছেন, ফিফা এই ধরনের চূড়ান্ত সিদ্ধান্তে সহজে পরিবর্তন আনবে না।

Donald Trump removal threat of FIFA World Cup 2026 matchfrom Boston