চেন্নাইয়িন এফসির সঙ্গে ড্র করেই সুপার কাপ শেষ করল ডেম্পো

dempo-sports-club-draws-with-chennaiyin-fc-super-cup-2025

চোখ ধাঁধানো ফুটবল খেলেই এবার সুপার কাপ শেষ করল ডেম্পো স্পোর্টস ক্লাব। ভারতীয় ক্লাব ফুটবলে গোয়ার এই ফুটবল দলের সক্রিয়তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। একটা সময় দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ হিসেবে বিবেচিত হতো আইলিগ।

Advertisements

পাঁচবার এই খেতাব জয় করেছিল ডেম্পো। এছাড়াও তাঁদের ঝুলিতে রয়েছে অন্যান্য সর্বভারতীয় ট্রফি। কিন্তু বিগত কয়েক বছর ধরেই ফুটবলের মূলধারা থেকে কিছুটা হলেও পিছিয়ে গিয়েছিল এই দলটি। তবে সময়ের সাথে সাথেই আবার নিজেদের পুরনো ছন্দ ফিরে পেতে মরিয়া ডেম্পো শিবির।

   

বিজেপি রাজ্যে ধরা পড়ল ১৭ জন ‘বাংলাদেশী অনুপ্রবেশকারী’!

এবারের এই সুপার কাপকে মূলত নিজেদের প্রস্তুতি টুর্নামেন্ট হিসেবেই দেখেছিল সমীর নায়াকের দলটি। বলাবাহুল্য, প্রথমদিকে তাঁদের খেলার পরিকল্পনা না থাকলেও নিজেদের শহরের বুকে এই টুর্নামেন্ট এবার আয়োজিত হওয়ার সুবাদে রিয়াল কাশ্মীরের পরিবর্তে অংশগ্রহণ করে ডেম্পো।

তাঁদের সাথে একই গ্রুপে ছিল কলকাতা ময়দানের দুই প্রধান তথা ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব এবং মোহনবাগান সুপার জায়ান্ট। এছাড়াও ছিল ক্লিফোর্ড মিরান্ডার চেন্নাইয়িন এফসি। প্রথম ম্যাচেই তাঁরা সকলকে চমকে দিয়ে আটকে দিয়েছিল লাল-হলুদ শিবিরকে। তারপর সেই ধারা বজায় ছিল মোহনবাগান সুপার জায়ান্টের বিপক্ষে।

Advertisements

আইলিগের এই ফুটবল দলের এমন পারফরম্যান্স নিঃসন্দেহে তাঁক লাগিয়ে দিয়েছিল। যারফলে ময়দানে দুই প্রধানের পাশাপাশি নক আউটে স্থান করে নেওয়ার অন্যতম দাবিদার হিসেবে উঠে এসেছিল ডেম্পো। সেক্ষেত্রে নিজেদের পথ আরও প্রশস্ত করতে হলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে চেন্নাইয়িন এফসির বিপক্ষে বড় ব্যবধানে জয় পেতে হয় তাঁদের।

সেই ম্যাচ খেলতেই আজ বিকেলে মাঠে নেমেছিল মহম্মদ আলির দল। সম্পূর্ণ সময়ের শেষে ১-১ গোলের অমীমাংসিত ফলাফলে শেষ হয় এই ম্যাচ। যারফলে তিনটি ম্যাচ খেলে ৩ পয়েন্ট নিয়েই শেষ করল আইলিগের দলটি।সেইসাথে চ্যাম্পিয়নশিপের দৌড় থেকে ও ছিটকে গেল ডেম্পো।

বলাবাহুল্য, এদিন ম্যাচের ২৫ মিনিটের মাথায় শুভম রাওয়াতের গোলে এগিয়ে গিয়েছিল গোয়ার এই দাপুটে দলটি। যারফলে পরবর্তীতে ব্যাপক আত্মবিশ্বাসের সাথে খেলতে দেখা গিয়েছিল দলের ফুটবলারদের। কিন্তু সেই অগ্রগমন বেশিক্ষণ স্থায়ী হয়নি।

৩ মিনিটের ব্যবধানে সমতায় ফেরে দক্ষিণের শক্তিশালী ফুটবল দল তথা চেন্নাইয়িন এফসি। সমীক মিত্রের তৎপরতায় সমতায় ফিরেছিল আইএসএল জয়ী এই ফুটবল দল। যারফলে গত দুই ম্যাচের হার ভুলে অন্তত এক পয়েন্ট নিয়ে সুপার কাপ শেষ করল চেন্নাইয়িন এফসি।