HomeSports NewsFootballগোয়ার বিপক্ষে দেখতে পাওয়া যাবে রোনাল্ডোকে? অপেক্ষায় ফুটবলপ্রেমীরা

গোয়ার বিপক্ষে দেখতে পাওয়া যাবে রোনাল্ডোকে? অপেক্ষায় ফুটবলপ্রেমীরা

- Advertisement -

গোয়া এখন একটাই প্রশ্নে উত্তাল ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) কি ভারতে আসছেন? এএফসি চ্যাম্পিয়নস লিগ টু’র গ্রুপ ডি ম্যাচে আল নাসের বনাম এফসি গোয়া মুখোমুখি হবে ২২ অক্টোবর। সেখানেই রোনাল্ডোর অংশগ্রহণ নিয়ে আলোচনায় ব্যস্ত ভারতের ফুটবলপ্রেমীরা।

স্টেডিয়াম, পুলিশ সদর দফতর, কোচিং স্টাফ, খেলোয়াড় কিংবা সোশ্যাল মিডিয়া সবাই অধীর আগ্রহে অপেক্ষায়। কিন্তু আল নাসের ক্লাবের পক্ষ থেকে রোনাল্ডোর আগমনের বিষয়ে সরাসরি কিছু জানানো হয়নি। কিন্তু একাধিক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, আল নাসের দলের বাকি সদস্যদের সঙ্গে ভারত সফরে আসছেন না পর্তুগিজ তারকা।

   

ভারতীয় ফুটবল ক্লাব এফসি গোয়ার এক কর্মকর্তা জানিয়েছেন, “আমরা আল নাসেরের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেছি, কারণ পুলিশ নিরাপত্তা পরিকল্পনার জন্য রোনাল্ডোর আগমনের বিষয়ে জানতে চাওয়া হয়েছিল। কিন্তু এখনো ক্লাব কোনও নিশ্চয়তা বা অস্বীকৃতি দেয়নি।”

কেন রোনাল্ডোর আসা অনিশ্চিত?

রোনাল্ডো মাত্র কয়েক দিন আগেই পর্তুগালের হয়ে বিশ্বকাপ বাছাই ম্যাচ খেলেছেন। এরপরই সৌদি আরব ফিরে লিগ ম্যাচে পুরো ৯০ মিনিট খেলেছেন। ২৫ অক্টোবর আল নাসরের আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে আল ইত্তিহাদের বিপক্ষে। ফলে, লজিস্টিক্যাল চাপ, বয়স ও বিশ্রামের প্রয়োজনীয়তা মিলিয়ে ধরে নেওয়া হচ্ছে, রোনালদো এই ম্যাচে না-ও থাকতে পারেন।

শুভেন্দু গড়ের গুরুত্বপূর্ণ বিধানসভায় BJP প্রার্থী কে? ঘোষণা করলেন খোদ বিধায়ক

এর আগে কোচ জর্জ জেসুস ইরাকে এক সাক্ষাৎকারে বলেন, “রোনাল্ডো দুর্দান্ত খেলোয়াড়, তবে আমরা টানা ম্যাচ খেলছি এবং তার বয়স এখন ৪০, তাই আমি তাকে বিশ্রাম দিয়েছি।”

চুক্তিতে কি বিশেষ শর্ত?

কিছু রিপোর্ট বলছে, রোনাল্ডোর বর্তমান চুক্তিতে কিছু ‘অ্যাওয়ে ম্যাচ’ সম্পর্কে তার নিজস্ব সিদ্ধান্তের অধিকার রাখা হয়েছে। বয়স ও ফিটনেস বজায় রাখতে, বিশেষ করে ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে তিনি শুধু বাছাইকৃত ম্যাচগুলোতেই অংশ নিচ্ছেন। এছাড়া, গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামের মাঠ নিয়েও উদ্বেগ রয়েছে। পুনরায় টার্ফ বসানো হয়েছে কয়েকবার, যা মাংসপেশির ঝুঁকি বাড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে।

কিন্তু সৌদি সংবাদমাধ্যম আল রিয়াদিয়াহ খবর অনুযায়ী, রোনাল্ডো এই ম্যাচে আসছেন না। ভক্তদের হৃদয় ভেঙে গেলেও, আল নাসেরের দলে সাদিও মানে, জোয়াও ফেলিক্স, কিংসলে কোমানদের মতো বড় তারকা রয়েছেন। অন্যদিকে এফসি গোয়া দুই ম্যাচে হেরে এখন শূন্য পয়েন্টে থাকলেও, ঘরের মাঠে আল নাসেরের মতো এক শক্তিশালী দলের মুখোমুখি হওয়া নিঃসন্দেহে এক বড় চ্যালেঞ্জ।

Cristiano Ronaldo like to absence against FC Goa in AFC Champions League TWO

- Advertisement -
Subhasish Ghosh
Subhasish Ghoshhttps://kolkata24x7.in/author/sports-news-desk
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক। ২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular