ISL ব্যর্থতা ভুলে সুপার কাপে ঘুরে দাঁড়াতে তারকা কোচকে দায়িত্ব দিল চেন্নাই

clifford-miranda-chennaiyin-fc-head-coach-super-cup-2025

গত মরশুমে একেবারেই ভালো পারফরম্যান্স ছিল না চেন্নাইয়িন এফসির (Chennaiyin FC)। পূর্বের আইএসএল জয়ী স্কটিশ কোচ ওয়েন কোয়েলের উপর ভরসা রেখে শক্তিশালী দল সাজিয়ে ছিল দক্ষিণের এই ফুটবল ক্লাব। কোনর শিল্ডসের পাশাপাশি লুকাস বামব্রিলাদের মতো ফুটবলারদের যুক্ত করা হয়েছিল দলের সঙ্গে। কিন্তু খুব একটা ইতিবাচক ফল পায়নি দক্ষিণের এই আইএসএল জয়ী ক্লাব। তবে শুরুটা খুব একটা খারাপ ছিল না ফারুক চৌধুরীদের। জয় দিয়েই শুরু হয়েছিল অভিযান। কিন্তু সেটা বজায় ছিল না বাকি ক্ষেত্রে। বারংবার ধাক্কা খেতে হয়েছিল দক্ষিণের এই ফুটবল দলকে।

Advertisements
দেশি কোচের হাতে নতুন অধ্যায়ের সূচনা হলুদ-নীলের!

স্বাভাবিকভাবেই তার প্রভাব পড়েছিল দলের পয়েন্ট টেবিলে। একাধিক ম্যাচে পয়েন্ট নষ্ট করার সুবাদে ইন্ডিয়ান সুপার লিগের তালিকায় অনেকটাই নেমে গেয়েছিল অভিষেক বচ্চনের এই দল। তবে টুর্নামেন্টের দ্বিতীয় লেগ থেকেই ধীরে ধীরে ছন্দ খুঁজে পাচ্ছিল চেন্নাইয়িন এফসি। কিন্তু সুপার সিক্সের লড়াইয়ে ফিরে আসার জন্য সেটা যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত পয়েন্ট টেবিলের এগারো নম্বরে থেকেই অভিযান শেষ করতে হয়েছিল আইএসএলের এই দলকে। পরবর্তীতে কলিঙ্গ সুপার কাপ থেকে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য থাকলেও সেটা সম্ভব হয়নি। পেট্র ক্র্যাটকির শক্তিশালী মুম্বাই সিটি এফসির কাছে পরাজিত হয়ে টুর্নামেন্টের শুরুতেই ছিটকে গিয়েছিল দক্ষিণের এই দাপুটে ক্লাব।

   

সেই হতাশা কাটিয়ে এবার ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। এক্ষেত্রে ওয়েন কোয়েলকে রিলিজ করার কথা উঠে আসতে শুরু করেছিল ব্যাপকভাবে। অবশেষে গত কয়েক মাস আগেই তাঁর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা জানিয়ে দিয়েছে চেন্নাইয়িন। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছিল যে কার হাতে উঠবে এই আইএসএল জয়ীদের দায়িত্ব। এবার সেই নিয়ে উঠতে আসতে শুরু করেছিল একধিক তথ্য। কিন্তু সব জল্পনার অবসান ঘটিয়ে দলের দায়িত্ব তুলে দেওয়া হল ক্লিফোর্ড মিরান্ডাকে। সেক্ষেত্রে প্রথমবারের মতো কোনও ভারতীয় কোচের হাতে উঠল সম্পূর্ণ দায়িত্ব।

Advertisements

ফলত সুপার কাপের আগেই নিজেদের অবস্থান স্পষ্ট করে দিল অভিষেক বচ্চনের ফুটবল দল। গতবারের ধাক্কা কাটিয়ে আদৌও কতটা ঘুরে দাঁড়াতে পারে এই শক্তিশালী ক্লাব এখন সেটাই দেখার।