অরিন্দম ভট্টাচার্যকে সম্মান জানিয়ে বিশেষ পোস্ট চার্চিল ব্রাদার্সের

Arindam Bhattacharya

আই লিগ চ্যাম্পিয়ন কে? গত সিজনে এই প্রশ্ন উঠতে শুরু করেছিল ব্যাপকভাবে। যেখানে চার্চিল ব্রাদার্সের (Churchill Brothers) পাশাপাশি ইন্টার কাশীর নাম উঠে আসতে শুরু করেছিল ব্যাপকভাবে। প্রথমদিকে গোয়ার এই ফুটবল ক্লাবকে আই লিগ চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করা হলেও পরবর্তীতে এই নিয়ে আইনত পদক্ষেপ নিয়েছিল বারাণসীর ইন্টার কাশী ফুটবল ক্লাব। শেষ পর্যন্ত দীর্ঘ সময়ের অপেক্ষার পর বারাণসীর এই ফুটবল দলকে আই লিগ চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করা হয়। তবে ট্রফি ফেরত দেয়নি চার্চিল (Churchill Brothers)। শেষ পর্যন্ত নতুন ট্রফি তুলে দেওয়া হয় আন্তোনিও লোপেজ হাবাসের দলের হাতে।

Advertisements

গতকাল জামশেদপুর এফসির বিপক্ষে সুপার কাপের শেষ ম্যাচ খেলার পরেই এই খেতাব হাতে পায় ইন্টার কাশীর ফুটবলাররা। যেখানে দলের জার্সিতে সেলিব্রেশনে অংশ নিতে দেখা গিয়েছিল এডমুন্ড লালরিন্ডিকা থেকে শুরু করে সার্থক গোলুইয়ের মতো ফুটবলারদের। বর্তমানে তাঁরা অন্য দলের ফুটবলার হলেও গতবারের সাফল্যে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই দুই তারকার। এছাড়াও ট্রফি জয়ের পর ফুটবল থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করে দেন বাঙালি গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্য।

   

পরবর্তীতে নিজের সোশ্যাল সাইট থেকেও সেই কথা জানিয়ে দেন তিন কাঠির এই তারকা। নিজের ফুটবল ক্যারিয়ারে ইন্টার কাশীর হয়ে ট্রফি জিতে অবসর ঘোষণা করলেও একটা সময় চার্চিল ব্রাদার্সের (Churchill Brothers) হয়ে উত্থান ঘটেছিল এই বাঙালির খেলোয়াড়ের। সেই দলের হয়ে জিতেছেন ঐতিহ্যবাহী ডুরান্ড কাপের পাশাপাশি আই লিগ এবং ফেডারেশন কাপ। বলতে গেলে গোয়ার এই ফুটবল দলকে ভারত সেরা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল অরিন্দমের। সেই কথা মাথায় রেখেই এবার অরিন্দমের অবসরকে ঘিরে নিজেদের সোশ্যাল সাইটে বিশেষ পোস্ট করল চার্চিল ব্রাদার্স (Churchill Brothers)। বর্তমানে ইন্টার কাশীর সাথে চরম মনোমালিন্য থাকলে ও নিজেদের প্রাক্তন তারকার অবদান ভোলেনি আইলিগের এই দলটি।

Advertisements

নিজেদের ফেসবুক পেজে দলের ট্রফি জয়ের মুহূর্তের একটি ছবি আপলোড করে সেখানে লেখা হয় ‘১৮ বছর বয়সে গোয়ায় বড় স্বপ্ন দেখেছিলেন একজন তরুণ গোলরক্ষক। সেখান থেকে শুরু করে চার্চিলের (Churchill Brothers) সাথে আই-লিগ, ডুরান্ড কাপ এবং ফেডারেশন কাপ জেতানো অরিন্দম ভট্টাচার্যের গল্প আমাদের সাথেই শুরু হয়েছিল, এবং তিনি চিরকাল ক্লাবের কিংবদন্তি হিসেবে থাকবেন। তুমি আমাদের লক্ষ্য, আমাদের গর্ব এবং আমাদের উত্তরাধিকারকে হৃদয় ও প্রাণ দিয়ে রক্ষা করেছ। দুই দশক পরে, তুমি যখন দস্তানা তুলে নিয়েছো। তখন আমরা কেবল বলি ধন্যবাদ, অরিন্দম।’