গত মরসুমে যথেষ্ট হতাশাজনক পারফরম্যান্স ছিল চেন্নাইয়িন এফসির (Chennaiyin FC)। বহু প্রত্যাশা নিয়ে দল গঠন করা হলেও কাজের কাজ কিছুই হয়নি। যারফলে লিগ টেবিলের তলানিতে থেকেই শেষ হয়েছিল দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ। সেটা এক কথায় বিরাট বড় ধাক্কা ছিল দলের সমর্থকদের কাছে। সেই হতাশা ভুলে পরবর্তীতে কলিঙ্গ সুপার কাপে সাফল্য পাওয়ার লক্ষ্য থাকলেও ছিটকে যেতে হয়েছিল টুর্নামেন্টের প্রথম ম্যাচেই। প্রি-কোয়ার্টার ফাইনালে শক্তিশালী মুম্বাই সিটি এফসির কাছে পরাজিত হতে হয়েছিল ওয়েন কোয়েলের ছেলেদের। সেই ভুল শুধরে নয়া সিজনে সাফল্য পেতে বদ্ধপরিকর দক্ষিণের এই ফুটবল দল।
সেইমতো বহু আগে থেকেই ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছিল চেন্নাইয়িন এফসি (Chennaiyin FC)। বিভিন্ন মাধ্যমের তরফে সেক্ষেত্রে ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছিল একাধিক বিদেশি ফুটবলারদের নাম। দলের বেশ কিছু ফুটবলারদের সঙ্গে চুক্তির বৃদ্ধি করার পাশাপাশি টুর্নামেন্টে প্রভাব বিস্তারকারী কয়েকজন ফুটবলারদের দিকেও নজর ছিল দক্ষিণের এই সফল ফুটবল ক্লাবের। স্বাভাবিকভাবেই নতুন মরসুমে যে বড়সড় চমক আসতে চলেছে সেই ইঙ্গিত মিলেছিল ব্যাপকভাবে। কিন্তু গত কয়েক মাস আগে ইন্ডিয়ান সুপার লিগ আয়োজন ঘিরে প্রবল অনিশ্চয়তা তৈরি হওয়ায় যথেষ্ট নিষ্ক্রিয় হয়ে গিয়েছিল সমস্ত কিছু।

চেন্নাইয়িন এফসি (Chennaiyin FC) সহ একাধিক ক্লাব ম্যানেজমেন্ট। তবে সময়ের সাথে সাথেই বদলেছে পরিস্থিতি। সব ঠিকঠাক থাকলে চলতি বছরের শেষের দিকেই শুরু হবে আইএসএল। কিন্তু তাঁর আগে সুপার কাপে নিজেদের সেরাটা দিতে মরিয়া সকলে। সেইমতো নিজেদের পরিকল্পনা অনুযায়ী। শেষ মুহূর্তে এসে ঘর গোছানোর কাজ করছে একাধিক ফুটবল দল। এসবের মাঝেই এবার ভিন্সি ব্যারেটোকে রিলিজ করার কথা জানিয়ে দিয়েছে এই আইএসএল জয়ীরা। সেই নিয়ে যথেষ্ট হতাশ দলের সকল সমর্থকরা। পূর্বে লোন ডিলের মধ্য দিয়ে জামশেদপুর এফসিতে খেলছিলেন এই ফুটবলার। তাঁর সঙ্গেই চুক্তি বাড়িয়েছে ইস্পাত নগরীর সেই দল।
নিজের প্রাক্তন দলের প্রসঙ্গে তিনি বলেন, ” চেন্নাই ছেড়ে আসা সহজ নয়। এই শহর এবং এখানকার মানুষ আমাকে এমন স্মৃতি দিয়েছে যা চিরকাল থাকবে। ফুটবল আমাকে যেখানেই নিয়ে যাক না কেন, আমি তোমাদের ভালোবাসা আমার সাথে বহন করব। নন্দ্রি চেন্নাই, তুমি সবসময় আমার হৃদয়ে থাকবে।”