গতবছর প্রথম ডিভিশন লিগে যথেষ্ট দাপটের সাথে শুরু করেছিল চেন্নাইয়িন এফসি (Chennaiyin FC)। যারফলে সাফল্যের আশায় বুক বেঁধেছিল সমর্থকরা। কিন্তু পরবর্তীতে দেখা গিয়েছিল একেবারে ভিন্ন ছবি। শেষ পর্যন্ত লিগ টেবিলের এগারো নম্বরেই শেষ করতে হয়েছিল অভিষেক বচ্চনের এই ফুটবল ক্লাবকে। সেই ধাক্কা কাটিয়ে পরবর্তীতে কলিঙ্গ সুপার কাপে সাফল্য পাওয়ার লক্ষ্য থাকলেও সেটা সম্ভব হয়নি। সেই হতাশা কাটিয়ে নিজেদের সুদিন ফেরাতে বদ্ধপরিকর এই আইএসএল জয়ীরা। এক্ষেত্রে সম্পূর্ণভাবে নিজেদের দলকে ঢেলে সাজানোর পরিকল্পনা ছিল ম্যানেজমেন্টের।
তৎকালীন কোচ ওয়েন কোয়েলকে বিদায় জানানোর পর বারংবার উঠে আসতে শুরু করেছিল ক্লিফোর্ড মিরান্ডার নাম। সেটাই এবার চূড়ান্ত হয়ে গিয়েছে এবার। এবার তাঁর তত্ত্বাবধানেই প্রাক মরসুম প্রস্তুতি শুরু করতে চলেছে দক্ষিণের এই আইএসএল জয়ীরা। মাসকয়েক আগেই জানা গিয়েছিল যে খুব শীঘ্রই গোটা দল নিয়ে প্রাক-মরসুম প্রস্তুতি শুরু করতে চলেছে অভিষেক বচ্চনের এই ফুটবল দল। সেক্ষেত্রে মনে করা হচ্ছিল যে অক্টোবরের প্রথম থেকেই হয়তো প্রস্তুতি শিবির শুরু করবে চেন্নাইয়িন (Chennaiyin FC)। পরবর্তীতে জানা গিয়েছিল যে সব ঠিকঠাক থাকলে ১১ই অক্টোবর থেকেই হয়তো শুরু হবে অনুশীলন।
সেইমতো গত কয়েকদিন আগে থেকেই গোয়ায় পৌঁছাতে শুরু করেছিলেন চেন্নাইয়িন এফসির (Chennaiyin FC) ফুটবলাররা। পূর্ব পরিকল্পনা অনুযায়ী শনিবার থেকেই দল মাঠে নামার কথা থাকলেও সেটা সম্ভব হয়নি। যারফলে একটা দিনের ব্যবধানে এবারের সুপার কাপের প্রস্তুতি শুরু করতে চলেছে চেন্নাইয়িন (Chennaiyin FC) দল। অর্থাৎ রবিবার থেকেই নিজেদের প্রস্তুত করতে শুরু করবেন দলের ফুটবলাররা। বলাবাহুল্য, গত সিজনে আইএসএলের বিপর্যয় কাটিয়ে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা থাকলেও সেটা সম্ভব হয়নি। বিদায় নিতে হয়েছিল কোয়ার্টার ফাইনালে। নিজেদের ভুল ত্রুটি শুধরে নেওয়াই এখন চ্যালেঞ্জ।