গত সিজন এখন অতীত। এবারের নতুন মরসুমে ভালো পারফরম্যান্স করতে বদ্ধপরিকর শ্রীনিধি ডেকান এফসি (Sreenidi Deccan FC)। সেজন্য ট্রান্সফার উইন্ডো খোলার পর থেকেই সক্রিয়তা দেখাতে শুরু করেছিল হায়দরাবাদের এই ফুটবল ক্লাব। সময় এগোনোর সাথে সাথেই একের পর এক দাপুটে ফুটবলারদের দলের সঙ্গে যুক্ত করতে শুরু করেছিল আইলিগের এই দল। গত কয়েক মাসে আইজল এফসির ডিফেন্সিভ মিডফিল্ডার লালথানখুমা সি দুহভেলা থেকে শুরু করে অভিজিৎ কে এর মতো ফুটবলারদের দলে সই করিয়েছে এই ফুটবল দল। তাঁদের উপস্থিতিতে আগের থেকে অনেকটাই শক্তিশালী করে তুলেছে দলকে।
তবে শুধুমাত্র নতুন ফুটবলার দলে টানাই নয়। পরিকল্পনা অনুযায়ী দলের বেশকিছু ফুটবলারদের সঙ্গে চুক্তি ও বাড়ানোর পরিকল্পনা ছিল শ্রীনিধির। সেইমতো দলের গোলরক্ষক আরিয়ান নীরজ লাম্বার সঙ্গে চুক্তি বাড়িয়ে নিয়েছিল আইলিগের এই ফুটবল দল। তবে বহু প্রত্যাশা নিয়ে এবারের ঐতিহাসিক আইএফএ শিল্ডে অংশগ্রহণ করলেও একেবারে তথৈবচ পারফরম্যান্সের মধ্য দিয়ে টুর্নামেন্ট শেষ করে হায়দরাবাদের এই দলটি। বিরাট বড় ব্যবধানে পরাজিত হতে হয়েছিল কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা ইস্টবেঙ্গল ফুটবল দলের কাছে। সেই হতাশা কাটিয়ে নিয়মরক্ষার ম্যাচে আশানুরূপ ভালো ফুটবল খেলেছিল ছেলেরা।
তবে সেই সব হতাশা ভুলে আগামী দিনে দেশের দ্বিতীয় ডিভিশন ফুটবল লিগ তথা আইলিগে সাফল্য পেতে মরিয়া শ্রীনিধি ডেকান এফসি (Sreenidi Deccan FC)। সেইমতো এবার নিজেদের পুরনো কোচ কার্লোস ম্যানুয়েল ভাজ পিন্টোর উপর ভরসা রেখেছে ম্যানেজমেন্ট। গত কয়েকদিন আগেই তাঁর যোগদানের কথা জানিয়ে দিয়েছে আইলিগের এই ফুটবল ক্লাব। নিজের পুরনো দলের দায়িত্ব পেয়ে এই পর্তুগিজ কোচ বলেন, ‘ ফিরে আসাটা একটা বিশেষ অনুভূতি। ফিরে এসে আমি খুব খুশি। এই ক্লাবটি সবসময়ই নিজের ঘরের মতো অনুভব করিয়েছে, এবং আমি আবার ফিরে এসে দৃঢ় মূল্যবোধের উপর নির্মিত একটি প্রকল্পে অবদান রাখতে চাই। আমাদের লক্ষ্য হল প্রতিদিন কঠোর পরিশ্রম করে এমন মানের ফুটবল খেলা যা আমাদের সমর্থকদের গর্বিত করে। সাফল্য আমাদের প্রচেষ্টা এবং প্রতিশ্রুতির ফলস্বরূপ আসবে।’


