গোয়া এখন অতীত, নিজের দেশের ক্লাবেই ফিরলেন কার্ল ম্যাকহিউ

Gokulam Kerala signs Juan Carlos Rico

গতবারের শুরুটা খুব একটা আহামরি না হলেও সাফল্যের মধ্য দিয়ে সিজন শেষ করেছিল এফসি গোয়া। জগন্নাথের রাজ্যে খালিদ জামিলের শক্তিশালী জামশেদপুর এফসিকে পরাজিত করে এই সর্বভারতীয় কাপ টুর্নামেন্ট জয় করেছিল মানোলো মার্কুয়েজের ছেলেরা। কয়েক বছরের ব্যবধানে এই নিয়ে দ্বিতীয়বার এই খেতাব এসেছে তাঁদের ঘরে। সেই সুবাদে এই মরসুমে আন্তর্জাতিক ক্ষেত্রে অর্থাৎ এএফসির টুর্নামেন্টে খেলার ছাড়পত্র পেয়েছিল সন্দেশ ঝিঙ্গানরা। যা নিঃসন্দেহে বড়সড় পাওনা ছিল সমর্থকদের কাছে। সেই কথা মাথায় রেখে অনেক আগে থেকেই দল গঠনে বাড়তি নজর দিয়েছিল ম্যানেজমেন্ট।

Advertisements

এক্ষেত্রে আগের তুলনায় দলকে আরও শক্তিশালী করাই প্রধান লক্ষ্য ছিল সকলের। যারফলে গত কয়েক মাসে একাধিক দেশি ও বিদেশি ফুটবলারদের চূড়ান্ত করেছে ম্যানেজমেন্ট। তবে শুধুমাত্র নতুন ফুটবলার দলে টানাই নয়। গতবারের দলের একাধিক ফুটবলারদের রিলিজ ও করে দিয়েছে এফসি গোয়া। যাদের মধ্যে ছিলেন বিদেশি তারকা কার্ল ম্যাকহিউ (Carl McHugh)। উল্লেখ্য শেষ সিজনে দলের সাফল্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই ফুটবলারের। বিশেষ করে মাঝমাঠ সামাল দেওয়ার ক্ষেত্রে গুরু দায়িত্ব পালন করেছিলেন এই আইরিশ মিডফিল্ডার। ইন্ডিয়ান সুপার লিগে দলের হয়ে খেলেছিলেন প্রায় কুড়িটি ম্যাচ।

   
Advertisements

যার মধ্যে একটি গোলের পাশাপাশি একটি অ্যাসিস্ট ও ছিল তাঁর। মাঝমাঠে প্রতিপক্ষ দলের আক্রমণ প্রতিরোধে স্প্যানিশ কোচের অন্যতম বড় অস্ত্র হয়ে উঠেছিলেন তিনি। কিন্তু নয়া সিজনে তাঁকে রিলিজ করে দেয় গোয়া শিবির। পরবর্তীতে শোনা যাচ্ছিল, যে নতুন সিজনের জন্য নাকি তাঁকে দলে নিতে আগ্ৰহী দক্ষিণের অন্যতম শক্তিশালী ফুটবল ক্লাব চেন্নাইয়িন এফসি। সেইমতো কথাবার্তা ও এগিয়ে গিয়েছিল অনেকটা দূর। কিন্তু শেষ পর্যন্ত নিজের দেশেই ফেরার সিদ্ধান্ত নিলেন আয়ারল্যান্ডের এই ফুটবলার। শেষ পাওয়া তথ্য অনুযায়ী নিজের দেশের প্রথম ডিভিশনের ফুটবল ক্লাব স্লিগো রোভার্সে যোগদান করেছেন ম্যাকহিউ (Carl McHugh)। আপাতত দুই বছরের চুক্তিতে দলের সঙ্গে আবদ্ধ হয়েছেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার।