ফিরে গিয়েছেন আয়ারল্যান্ড, ভারতীয় ফুটবলের স্মৃতিচারণায় ম্যাকহিউ

carl mchugh

গত সিজনে এফসি গোয়ার সাফল্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল কার্ল ম্যাকহিউর (Carl McHugh)। বিশেষ করে মাঝমাঠ সামাল দেওয়ার ক্ষেত্রে যথেষ্ট সক্রিয়তা দেখিয়েছিলেন এই আইরিশ মিডফিল্ডারের। ইন্ডিয়ান সুপার লিগে দলের হয়ে খেলেছিলেন প্রায় কুড়িটি ম্যাচ। যার মধ্যে একটি গোলের পাশাপাশি একটি অ্যাসিস্ট ও ছিল তার।

Advertisements

বলতে গেলে মাঝমাঠে প্রতিপক্ষ দলের আক্রমণ প্রতিরোধ স্প্যানিশ কোচের অন্যতম বড় অস্ত্র হয়ে উঠেছিলেন তিনি। কিন্তু নয়া সিজনে তাঁকে রিলিজ করেছে গোয়া শিবির। পরবর্তীতে শোনা যাচ্ছিল, যে নতুন সিজনের জন্য নাকি তাঁকে দলে নিতে আগ্ৰহী দক্ষিণের অন্যতম শক্তিশালী ফুটবল ক্লাব চেন্নাইয়িন এফসি।

   

সেইমতো কথাবার্তা ও এগিয়ে গিয়েছিল অনেকটা দূর। কিন্তু শেষ পর্যন্ত নিজের দেশেই ফেরার সিদ্ধান্ত নিলেন আয়ারল্যান্ডের এই ফুটবলার। শেষ পাওয়া তথ্য অনুযায়ী নিজের দেশের প্রথম ডিভিশনের ফুটবল ক্লাব স্লিগো রোভার্সে যোগদান করেছেন ম্যাকহিউ। আপাতত দুই বছরের চুক্তিতে দলের সঙ্গে আবদ্ধ হয়েছেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। এখন নিজের দেশের এই ফুটবল দলের হয়েই প্রমাণ করার চ্যালেঞ্জ এই দাপুটে ফুটবলারের। তবে ভুলতে পারেননি ভারতীয় ফুটবলকে।উল্লেখ্য, গত বেশ কয়েক বছর ধরেই ভারতবর্ষের একাধিক প্রথম সারির ফুটবল দলের হয়ে খেলেছিলেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার।

Advertisements

গত ২০১৯-২০২০ মরসুমে প্রথমবারের জন্য ভারতে এসেছিলেন এই তারকা। যোগদান করেছিলেন ইন্ডিয়ান সুপার লিগের অন্যতম সক্রিয় ও সফল ফুটবল দল এটিকেতে। পরবর্তীতে মোহনবাগানের সঙ্গে গাঁটছড়া বেঁধে ফেলে এটিকে। তারপর এটিকে মোহনবাগান দলের হয়েও যথেষ্ট দাপিয়ে খেলেছেন তিনি। কালক্রমে এটিকে মোহনবাগান থেকে মোহনবাগান সুপার জায়ান্ট নামকরণ হয় এই ফুটবল ক্লাবের। তখন ও কোচের অন্যতম পছন্দ থেকেছেন ম্যাকহিউ। কিন্তু পরবর্তী সিজনেই তাঁকে রিলিজ করে ম্যানেজমেন্ট। যোগদান করেছিলেন মানোলো মার্কেজের এফসি গোয়াতে।

শেষ মরসুম পর্যন্ত যথেষ্ট ধারাবাহিক ফুটবল খেলেছেন তিনি। জিতেছেন কলিঙ্গ সুপার কাপ। এমনকি তাঁর আগে আইএসএল এবং আইএসএলের লিগ শিল্ড ও চ্যাম্পিয়ন করেছিলেন দলকে। সোনালী অতীত এখনো রয়ে গিয়েছে তাঁর মনের মনিকোঠায়। কিছু ঘন্টা আগেই নিজের সোশ্যাল সাইটে সেই সমস্ত মুহূর্তগুলির বেশ কিছু ছবি আপলোড করেন কার্ল ম্যাকহিউ। যেখানে ট্রফি জয়ের সেলিব্রেশনের পাশাপাশি খেলোয়াড়দের সঙ্গে বেশ কিছু মুহূর্তের ছবি ও শেয়ার করেছেন এই তারকা। সেইসাথে ক্যাপশনে লিখেছেন ‘ভারতে অসাধারণ সময় কাটিয়েছি এবং বহু অসাধারণ মানুষদের সাথে দেখা করেছি।’ যা রীতিমতো মন জয় কড়েছে সমর্থকদের।