Monday, December 8, 2025
HomeUncategorizedপোগবা-হামিল যোগ দেওয়ায় এই তারকা বিদেশিকে ছাড়তে পারে ATK Mohun Bagan

পোগবা-হামিল যোগ দেওয়ায় এই তারকা বিদেশিকে ছাড়তে পারে ATK Mohun Bagan

- Advertisement -

আগামী মরশুমে বেশ শক্তিশালী ডিফেন্স লাইন আপ নিয়ে নামতে চলেছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) সেই কথা বলাই বাহুল্য। ইতিমধ্যে ফ্লোরেন্তিন পোগবা এবং অস্ট্রেলিয়ার হ‍্যামিল’কে সই করিয়ে চমক দিয়েছে সবুজ মেরুন শিবির।

এমন সময় জোর গুঞ্জন আগামী মরশুমে সবুজ মেরুন দলে নাও রাখা হতে পারে দলের স্প‍্যানিশ ডিফেন্সিভ মিডফিল্ডার কার্ল ম‍্যাকঘেউ’কে। এখনও অবধি ক্লাবের তরফে তাকে রেজিস্ট্রেশন না করানোয় সেই জল্পনা এখন তুঙ্গে।

   

যদিও তিরি’র চোট পাওয়ায় তাকে দলে রেখে দিতে চলেছে সবুজ মেরুন শিবির, একসময় এমনটাই মনে করা হচ্ছিলো।আইরিশ এই ফুটবলার এটিকে এবং এটিকে মোহনবাগানের হয়ে দুই দফায় মোট ৪৫ টা ম‍্যাচ খেলেছে।২০২০-২১ আইএসএলে এটিকে মোহনবাগানের হয়ে রানার্সআপ হয়েছিলেন তিনি।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular