Pele: ‘কালোমানিক’ হারিয়ে রাষ্ট্রীয় শোক শুরু ব্রাজিলে

প্রয়াত পেলে (Pele)। বিশ্ব শোকস্তব্ধ। মহাতারকাকে হারিয়ে শোকাহত দক্ষিণ আমেরিকার দেশ (Brazil) ব্রাজিল। কিংবদন্তির প্রয়াণে ব্রাজিল সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন ঘোষণা করেছে। ফুটবল…

প্রয়াত পেলে (Pele)। বিশ্ব শোকস্তব্ধ। মহাতারকাকে হারিয়ে শোকাহত দক্ষিণ আমেরিকার দেশ (Brazil) ব্রাজিল। কিংবদন্তির প্রয়াণে ব্রাজিল সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন ঘোষণা করেছে।

ফুটবল দুনিয়ায় নক্ষত্রের জন্ম হয়েছিল।সেই নক্ষত্র নিভে গেছে।

   
Pele Wants Fans to be Calm and Positive Says I am Strong With a Lot of Hope

গত এক মাস ধরে সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন পেলে। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

ব্রাজিলের নবনির্বাচিত প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা শোকবার্তায় জানিয়েছেন, আমার জীবনের বড় পাওয়া, আমি পেলেকে খেলতে দেখেছি। যা আজকের তরুণ ব্রাজিলরা পায়নি। আমি দেখতাম, পেলেকে মাঠে একটা দারুণ শো উপহার দিত। যখন পেলে বল পেত সবসময়ই বিশেষ কিছু করত যা প্রায় সময়ই গোল দিয়ে শেষ হতো।

পেলের হাত ধরেই প্রথম বিশ্বকাপ জয়ী হয় ব্রাজিল। তিনিই একমাত্র ফুটবলার যিনি ব্রাজিলকে তিনবার শিরোপা এনে দিয়েছেন।

১৬ বছর বয়সে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয়েছিল পেলের। ১৭ বছর বয়সে বিশ্বকাপে আবির্ভাব হয়।বলা হয় ফুটবল দুনিয়ায় নক্ষত্রের জন্ম হয়েছিল। সেই নক্ষত্র নিভে গেছে।