দলকে সেমিফাইনালে তুলে আবেগপ্রবণ বোরহা হেরেরা

Borja Herrera

এএফসি চ্যাম্পিয়নস লিগের মধ্যে দিয়ে নিজেদের সিজন শুরু করেছে এফসি গোয়া (FC Goa)। দাপটের সাথে আন্তজার্তিক মঞ্চে নিজেদের মেলে ধরার পরিকল্পনা থাকলেও সেটা সম্ভব হয়নি। বিদেশি দল গুলির কাছে আটকে যেতে হয়েছিল বারংবার। তবুও আল নাসেরের মতো শক্তিশালী দলের বিপক্ষে ফুটবলারদের লড়াই যথেষ্ট নজর কেড়েছে সকলের। তবে এএফসির বাকি ম্যাচের পাশাপাশি এবারের সুপার কাপে ও ভালো পারফরম্যান্স করতে বদ্ধপরিকর মানোলো মার্কেজ। গতবার কলিঙ্গের বুকে শক্তিশালী জামশেদপুর এফসিকে পরাজিত করে এই খেতাব জয় করেছিল গোয়া (FC Goa)।

Advertisements

সেই ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্য থাকবে সকলের। উল্লেখ্য, গত কয়েকদিন আগেই এই সর্বভারতীয় ফুটবল কাপ টুর্নামেন্টের প্রথম ম্যাচে স্টিফেন ডায়াসের জামশেদপুরের বিপক্ষে খেলতে নেমেছিল এই ফুটবল দল। যেখানে সম্পূর্ণ সময়ের শেষে দুইটি গোলের ব্যবধানে ম্যাচ জিতে নিয়েছিল ইকের গ্যারেক্সোনারা। সেই জয় নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়িয়েছিল দলের সকলের। তারপর গত বুধবার টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছিল এফসি গোয়া (FC Goa)। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে ছিল গতবারের আইলিগ জয়ী দল ইন্টার কাশী। সম্পূর্ণ সময়ের শেষে তিনটি গোলের ব্যবধানে এই ম্যাচে জয় পেয়েছে আইএসএলের এই দলটি।

   
Advertisements

যারফলে গ্ৰুপ পর্বের আরও একটি ম্যাচ বাকি থাকতেই সুপার কাপের সেমিফাইনালে উঠে আসলো মানোলো মার্কুয়েজের ছেলেরা। উল্লেখ্য, এই ম্যাচে জোড়া গোল পেয়েছেন স্প্যানিশ তারকা বোরহা হেরেরা। সেই নিয়ে যথেষ্ট খুশি সকলে। পরবর্তীতে এই ম্যাচের বেশকিছু মুহূর্ত নিজের সোশ্যাল সাইটে আপলোড করে তিনি লেখেন, ‘ হয়তো এটা আমার সেরা লক্ষ্য ছিল না, অথবা সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য ছিল না, কিন্তু আমি কখনোই এটা ভুলবো না আমি যদি এটা তোমাকে উৎসর্গ করতে পারতাম ভাই। তুমি জানো না যে তোমার সেই ভিডিও কলগুলো কতটা মিস করি!!। যখন তুমি আমাকে বলেছিলে ভাই এই বছর আমি সেখানে যাচ্ছি কিন্তু তোমাকে কথা দিতে হবে যে আমি সহমত পোষণ করব।’ তাঁর এমন মন্তব্য যথেষ্ট নজর কেড়েছে তারকা ফুটবলারদের পাশাপাশি সমর্থকদের।