সেমিতে যাওয়ার লড়াইয়ে পাঞ্জাব -বেঙ্গালুরু, অমীমাংসিত ফলাফলে হতে পারে টাইব্রেকার

bengaluru-fc-vs-punjab-fc-super-cup-2025-semi-final-qualification-scenario

গতবারের হতাশা কাটিয়ে এবার ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর প্রত্যেকে। এক্ষেত্রে বাকিদের তুলনায় যথেষ্ট সক্রিয়তা দেখাচ্ছে বেঙ্গালুরু এফসির (Bengaluru FC) পাশাপাশি পাঞ্জাব এফসি (Punjab FC)। যার প্রভাব লক্ষ্য করা যাচ্ছে সুপার কাপের প্রথম থেকেই। কলকাতা ময়দানের তৃতীয় প্রধান তথা মহামেডান স্পোর্টিং ক্লাব হোক কিংবা দক্ষিণের অন্যতম শক্তিশালী ফুটবল দল গোকুলাম কেরালা এফসি। তাঁদের বিপক্ষে অনায়াসেই জয় পেয়েছে এই দুই শিবির। বর্তমানে যা পরিস্থিতি তাতে দুই ম্যাচ খেলে ছয় পয়েন্ট রয়েছে উভয় দলের। গোল পার্থক্য ও সমান সমান। গত রবিবার টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল।

Advertisements

যেখানে বেঙ্গালুরু এফসির (Bengaluru FC) প্রতিপক্ষ হিসেবে ছিল গোকুলাম কেরালা এফসি এবং পাঞ্জাব এফসির (Punjab FC) প্রতিপক্ষ হিসেবে ছিল মহামেডান স্পোর্টিং ক্লাব। জেরার্ড জারাগোজা হোক কিংবা প্যানাজিওটিস ডিলমপেরিস। জয় পেয়েছেন উভয় দলের ফুটবলাররা। যারফলে সমান পয়েন্ট উভয়ের। তবে নিয়ম অনুযায়ী সুপার কাপে প্রতিটি গ্ৰুপ থেকে মাত্র একটি দল সুযোগ করে নিতে পারে সেমিফাইনালে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রথম থেকেই জয়ের জন্য ঝাঁপাতে চাইবে উভয় দল। তবে লড়াই যে অনেক কঠিন সেটা বলাই চলে।

   

হিসাব অনুযায়ী মহামেডান ও গোকুলামের ম্যাচ বাকি থাকলেও পরবর্তী রাউন্ডে যাওয়া সম্ভব নয় তাঁদের পক্ষে। আগামী ৫ই নভেম্বর গ্ৰুপ পর্বের শেষ ম্যচে মুখোমুখি হবে বেঙ্গালুরু (Bengaluru FC) ও পাঞ্জাব (Punjab FC)। এই ম্যাচের ফলাফলের উপর নিশ্চিত হবে সেমিতে যাওয়া দল। তবে গ্ৰুপ ‘এ’ মতো নির্ধারিত নব্বই মিনিট ও অতিরিক্ত সময় পর্যন্ত অমীমাংসিত ফলাফল থাকলেও চূড়ান্ত হবে না কিছুই। বরং পরবর্তীতে অতিরিক্ত সময়ের পাশাপাশি টাইব্রেকারের মধ্যে দিয়ে চূড়ান্ত করা হবে সেমিফাইনালে স্থানকারী ফুটবল দল।

Advertisements

বলাবাহুল্য, এখনও পর্যন্ত টাইব্রেকারের আওতায় আসেনি টুর্নামেন্টের কোনও ম্যাচ। এবার কি সেই পদ্ধতিতেই চূড়ান্ত হবে পরবর্তী রাউন্ডে স্থান পাওয়া দল। এখন সেদিকেই নজর প্রত্যেকের।