জেরার্ড জামানার ইতি ঘটেছে বেঙ্গালুরু এফসির (Bengaluru FC)। সেই নিয়ে যথেষ্ট হতাশ সমর্থকরা। উল্লেখ্য, গত ২০২৩-২০২৪ সাল থেকেই কর্নাটকের এই ফুটবল ক্লাবের প্রধান কোচের দায়িত্ব পালন করে আসছিলেন জেরার্ড জারাগোজা। প্রথম বছরে খুব একটা ভালো পারফরম্যান্স না করতে পারলে ও তাঁর তত্ত্বাবধানে গত মরসুমে যথেষ্ট দাপটের সাথে খেলতে দেখা গিয়েছিল সুনীল ছেত্রীদের। ডুরান্ডের সেমিফাইনালে ছিটকে যাওয়ার পর দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএলকে পাখির চোখ করেছিল বেঙ্গালুরু (Bengaluru FC)।
সেইমতো প্রথম থেকেই যথেষ্ট নজরকাড়া ফুটবল খেলতে দেখা গিয়েছিল একবারের আইএসএল জয়ীদের। কিন্তু শেষ পর্যন্ত তা ধরে রাখা সম্ভব হয়নি। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে পরাজিত হতে হয়েছিল কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা মোহনবাগান সুপার জায়ান্টের কাছে। যা কিছুতেই মেনে নিতে পারেননি অনুরাগীরা। তবুও সেই হতাশা ভুলে এই নতুন সিজনে ও জেরার্ড জারাগোজার উপরেই ভরসা রেখেছিল ম্যানেজমেন্ট। কিন্তু এবারের সুপার কাপের গ্ৰুপ পর্বের শেষ ম্যাচে শক্তিশালী পাঞ্জাব এফসির কাছে পরাজিত হওয়ার পরেই বদলে যায় সমস্ত কিছু।
তারপরেই শোনা যায় যে ভারতীয় ফুটবলের বর্তমান পরিস্থিতির সাপেক্ষে নিজের চুক্তি বিচ্ছিন্ন করতে চান এই স্প্যানিশ কোচ। সেটাই হয়েছে শেষ পর্যন্ত। যারফলে গত কয়েকদিন আগেই এই বিদেশি কোচের সঙ্গে চুক্তি ভঙ্গের কথা জানিয়ে দেয় ক্লাব। নিজেদের সোশ্যাল সাইটে সেই কথা ঘোষণা করতেই শোরগোল পড়ে যায় সর্বত্র। পরবর্তীতে নিজের পুরোনো ক্লাবে যোগদান করতে গ্ৰীসে উড়ে যান তিনি। আগামী বছর পর্যন্ত সেই দলের দায়িত্বে রয়েছেন কার্লেস কুয়াদ্রাতের এই প্রাক্তন সহকারী। অপরদিকে, অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে বেঙ্গালুরু এফসির (Bengaluru FC) দায়িত্বে এসেছেন রেনেডি সিং।
পূর্বে এই ফুটবল ক্লাবের যুব দলের দায়িত্বে ছিলেন তিনি। তবে নতুন কোচ চূড়ান্ত না হওয়া পর্যন্ত এবার তাঁর উপরেই ভরসা রেখেছে জিন্দালের ক্লাব। একটা সময় হেড কোচের অবর্তমানে ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবের ও দায়িত্ব পালন করতে দেখা গিয়েছিল রেনেডি সিংকে। এবার লাল-হলুদের এই প্রাক্তনীর উপরেই ভরসা রাখল আইএসএল জয়ীরা।


