শেষ মরসুমে দাপটের সাথে ফুটবল খেলে ও আইএসএল ট্রফি হাতছাড়া হয়েছিল বেঙ্গালুরু এফসির (Bengaluru FC)। সেই নিয়ে যথেষ্ট হতাশ ছিলেন সমর্থকরা। তবে সেই ধাক্কা কাটিয়ে নতুন সিজনে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর ছিল সুনীল ব্রিগেড। এক্ষেত্রে সুপার কাপ জয় করে এএফসির স্পট সুনিশ্চিত করতে মরিয়া কর্নাটকের এই ফুটবল দল। গত কয়েকদিন আগেই তাঁরা পরাজিত করেছিল কলকাতা ময়দানের তৃতীয় প্রধান তথা মহামেডান স্পোর্টিং ক্লাবকে। যা নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়িয়েছিল রায়ান উইলিয়ামসদের। এবার সেই ধারা বজায় রেখেই এল দ্বিতীয় জয়।
পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী রবিবার সন্ধ্যায় এই সর্বভারতীয় কাপ টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছিল বেঙ্গালুরু এফসি (Bengaluru FC)। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে ছিল আইলিগের শক্তিশালী ফুটবল ক্লাব গোকুলাম কেরালা এফসি। সম্পূর্ণ সময়ের শেষে ৪-০ গোলের ব্যবধানে এই ম্যাচে জয় ছিনিয়ে নিল জিন্দালের ফুটবল ক্লাব। এদিন জোড়া গোল পেয়েছেন রায়ান উইলিয়ামস। এছাড়াও একটি করে গোল করেছেন ভিনিথ ভেঙ্কটেশ এবং সুনীল ছেত্রী। এই নিয়ে টানা দুইটি ম্যাচেই গোল পেলেন সুনীল। যা নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়াবে।
বলাবাহুল্য, এদিন প্রথম থেকেই জয় ছিনিয়ে নিতে তৎপর ছিল জেরার্ড জারাগোজার ছেলেরা। যারফলে মাঝমাঠ থেকে বল নিয়ে বারংবার উঠে আসতে দেখা গিয়েছিল দলের ফুটবলারদের। প্রথম কোয়ার্টারের মাঝামাঝি সময় রায়ানের গোলে এগিয়ে গিয়েছিল বেঙ্গালুরু (Bengaluru FC)। তারপর বিনীত ভেঙ্কটেশের গোল। যারফলে ২-০ গোলে এগিয়ে গিয়েছিল আইএসএলের এই ফুটবল ক্লাব। পরবর্তীতে নিজের দ্বিতীয় গোল করে যান রায়ান। তারপর আর ম্যাচে ফিরে আসার সুযোগ ছিল না গোকুলামের।
পঞ্চম কোয়ার্টারের শুরুতে সুনীল ছেত্রীর গোল সম্পূর্ণভাবে ম্যাচে জয় নিশ্চিত করে দেয় একবারের আইএসএল জয়ীদের। যারফলে পাঞ্জাবের পাশাপাশি এবার সেমির লড়াইয়ে থাকল বেঙ্গালুরু (Bengaluru FC)।


