পাঞ্জাবের অমৃতসরের শ্রী গুরু হরগোবিন্দ সাহিব ফুটবল স্টেডিয়ামে সাব জুনিয়র জাতীয় ফুটবল প্রতিযোগিতার সূচনায় দুর্দান্ত জয় পেল বাংলা (Bengal Football)। গৌতম ঘোষের প্রশিক্ষণাধীন বাংলার ছেলেরা প্রথম ম্যাচেই কর্ণাটককে ৩-০ গোলে হারিয়ে চমক দেখাল।
প্রথমার্ধে দুই দলই আক্রমণ-প্রতিআক্রমণে ব্যস্ত থাকলেও গোলের দেখা মেলেনি। কর্ণাটকের রক্ষণভাগ বেশ শক্তপোক্ত ছিল, তবে বিরতির পর মাঠে নেমে আরও সংগঠিত ও আত্মবিশ্বাসী দেখা যায় বাংলার তরুণ ফুটবলারদের। ম্যাচের ৬২ মিনিটে দলের হয়ে প্রথম গোলটি করেন অভিনব বিশ্বাস। ডান দিক থেকে আসা ক্রসটি নিখুঁতভাবে নিয়ন্ত্রণে নিয়ে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি।
দল থেকে বাদ পড়লেন দুই তারকা! শোরগোলে ঘেরা পার্থিবের একাদশ কারা?
প্রথম গোলের পর থেকেই বাংলার আক্রমণ আরও তীব্র হয়। মাত্র পাঁচ মিনিট পর, অর্থাৎ ৬৭ মিনিটে প্রিয়াংশু নস্কর কর্ণাটকের জালে দ্বিতীয় গোলটি জড়িয়ে দেন। মাঝমাঠ থেকে ওঠা লম্বা পাসে দারুণ ফিনিশিং করেন প্রিয়াংশু। ২-০ ব্যবধানে এগিয়ে গিয়ে ম্যাচ কার্যত নিজেদের কবজায় নিয়ে নেয় বাংলা।
খেলার অন্তিম লগ্নে, সংযোজিত সময়ে (৯০+৬ মিনিটে) সাগ্নিক কুণ্ডু দলের হয়ে তৃতীয় গোলটি করে জয়ের মোহর লাগান। তাঁর এই গোলের মাধ্যমে কর্ণাটকের সব আশা শেষ হয়ে যায়। তিন গোলের নির্ভেজাল জয় বাংলার আত্মবিশ্বাসকে অনেকটাই বাড়িয়ে দিয়েছে।
ম্যাচ শেষে কোচ গৌতম ঘোষ জানান, “ছেলেরা শৃঙ্খলিত ও ইতিবাচক ফুটবল খেলেছে। এই জয় আমাদের পরের ম্যাচে আরও উদ্দীপ্ত করবে।” আগামী ২৯ অক্টোবর, বুধবার সকাল ৯টায় বাংলা মুখোমুখি হবে অসমের বিরুদ্ধে। সেই ম্যাচ জিততে পারলে সেমিফাইনালের পথে আরও এক ধাপ এগিয়ে যাবে বাংলার সাব জুনিয়র দল।


