সন্তোষে অনুশীলন শুরুর আগেই বিপাকে বাংলা! ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটল জট

সন্তোষ ট্রফির গতবারের চ্যাম্পিয়ন বাংলা দল (Bengal Football) এবারের আসরের প্রস্তুতিতে নেমেই বাধার মুখে পড়ল মাঠ-সংকটের কারণে। কোচ সঞ্জয় সেনের তত্ত্বাবধানে মহামেডান স্পোর্টিং ক্লাবের মাঠে…

bengal-football-santosh-trophy-trials-halted-due-to-ground-crisis

সন্তোষ ট্রফির গতবারের চ্যাম্পিয়ন বাংলা দল (Bengal Football) এবারের আসরের প্রস্তুতিতে নেমেই বাধার মুখে পড়ল মাঠ-সংকটের কারণে। কোচ সঞ্জয় সেনের তত্ত্বাবধানে মহামেডান স্পোর্টিং ক্লাবের মাঠে টানা আটদিন ধরে জেলা ও প্রিমিয়ার ডিভিশনের ফুটবলারদের ট্রায়াল চললেও হঠাৎই তা বন্ধ রাখতে হয়। কারণ, সূত্রের খবর ক্লাব কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দেয়, আর মাঠ দেওয়া সম্ভব নয়।

Advertisements

IPL থেকে অবসরের পরেই বিশ্বরেকর্ড গড়ে তালিকার শীর্ষে আন্দ্রে রাসেল

   

মহামেডানের কার্যকরী সভাপতি কামারুদ্দিন জানান, “টানা আটদিন মাঠ দিয়েছি। আমাদের নিজের যুব দল অনুশীলন করে, মাঠের রক্ষণাবেক্ষণেও প্রচুর খরচ হয়। সেসব কারণে বাংলার ট্রায়ালের জন্য মাঠ আর দেওয়া সম্ভব নয়।”

এদিকে বিকল্প হিসেবে ইস্টবেঙ্গলও সাহায্য করতে চাইলেও শর্ত রাখে ট্রায়াল নয়, কেবল দল গঠনের পর অনুশীলনের জন্যই মাঠ দেওয়া যাবে। অন্যদিকে মোহনবাগানের কাছে এখনও কোনও প্রস্তাব যায়নি বলেই সূত্রের দাবি।

এই অচলাবস্থা ঘিরে উদ্বিগ্ন ফুটবলমহল। কারণ সন্তোষ ট্রফির প্রস্তুতি ক্যালেন্ডার বেশ আঁটসাঁট। সময় নষ্ট হলে প্রভাব পড়বে দলের চূড়ান্ত গঠন ও ফিটনেস প্রস্তুতিতে। তবে শেষ পর্যন্ত হস্তক্ষেপ করেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। তাঁর সঙ্গে আলোচনা করেই সমাধানের পথ খুঁজে পায় আইএফএ।

আইএফএ সচিব অনির্বাণ দত্ত বলেন, “মহামেডান জানিয়েছে মাঠ পরিচর্যার প্রয়োজন, ইস্টবেঙ্গলও ট্রায়ালের জন্য মাঠ দিতে পারছে না। তাই আমরা ক্রীড়ামন্ত্রীর সঙ্গে কথা বলি। সমাধান হয়েছে সোমবার থেকে যুবভারতীর অনুশীলন মাঠে ফের শুরু হবে বাংলার ট্রায়াল।”

ফলে আপাতত সংকট কাটলেও এই ঘটনার পর ফের উঠছে প্রশ্ন, কলকাতা ময়দানে বড় টুর্নামেন্টের প্রস্তুতি নিতে চাওয়া রাজ্য দলের জন্য হঠাৎ এমন মাঠসংকট কেন? ক্লাবগুলোর অনাগ্রহের পিছনে অর্থনৈতিক চাপ, মাঠ রক্ষণাবেক্ষণের ব্যয় নাকি নিজস্ব প্রস্তুতি কোন কারণটি প্রধান?

তবে যা-ই হোক, যুবভারতীর অনুশীলন মাঠে ট্রায়াল ফের শুরু হলে কোচিং স্টাফের সামনে নতুন করে দল গঠনের সুযোগ তৈরি হবে। সন্তোষ ট্রফির মঞ্চে শিরোপা ধরে রাখতে চাইলে এই প্রস্তুতিটুকু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই মাঠ সংকট কাটিয়ে নতুন উদ্যমে নামতে চলেছে চ্যাম্পিয়ন বাংলা।

Advertisements