বহুদিন পর ফের ক্যাম্প ন্যুতে চেনা ছন্দে ধরা দিল বার্সেলোনা (Barcelona)। লা লিগার ম্যাচ সূচি অনুযায়ী শনিবার রাতে আতলেতিকো বিলবাওয়ের বিপক্ষে খেলতে নেমেছিল হান্সি ফ্লিকের ছেলেরা। সম্পূর্ণ সময়ের শেষে ৪-০ গোলে এল জয়। এদিন জোড়া গোল পেলেন ফেরান তোরেস। এছাড়াও একটি করে গোল করে গেলেন রবার্ট লেভানদোভস্কি এবং ফেরমিন লোপেজ। এই জয়ের সুবাদে এক ম্যাচ বেশি খেলে ৩১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে আসলো বার্সেলোনা। তাঁদের ঘাড়ের কাছেই নিঃশ্বাস ফেলছে জাভি আলোন্সোর রিয়াল মাদ্রিদ।
উল্লেখ্য, এদিন ম্যাচের প্রথম থেকেই যথেষ্ট ভয়ঙ্কর হয়ে উঠতে দেখা গিয়েছিল কাতালুনিয়ার এই ফুটবল দলকে। যারফলে গোল তুলে এগিয়ে যেতে খুব একটা সমস্যায় পড়তে হয়নি। মাত্র ৪ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দেন পোল্যান্ডের তারকা ফুটবলার রবার্ট লেভানদোভস্কি। বাঁ পায়ের অনবদ্য শটে অনায়াসেই বল চলে গিয়েছিল গোলের মধ্যে। তারপর থেকেই যথেষ্ট আত্মবিশ্বাসী হয়ে উঠতে দেখা যায় ফ্লিকের ছেলেদের। তারপর দ্বিতীয় কোয়ার্টারে ফের গোল পরিস্থিতি তৈরি হলেও অফসাইডের কবলে পড়তে হয় বার্সা শিবিরকে। তারপর প্রথমার্ধের অতিরিক্ত সময়ের মধ্যেই স্প্যানিশ কিড লামিনে ইয়ামালের পাস থেকে ব্যবধান বাড়িয়ে যান ফেরান।
যারফলে প্রথমার্ধের শেষে ২-০ গোলের ব্যবধানে এগিয়ে যায় স্পেনের এই ফুটবল ক্লাবটি। তারপর দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার কিছু মিনিটের মধ্যেই তৃতীয় গোল তুলে নেয় বার্সেলোনা। এবার এরিক গার্সিয়ার অনবদ্য অ্যাসিস্ট। অনায়াসেই সেই বল প্রতিপক্ষের এক ফুটবলারের পা লেগে চলে গিয়েছিল ফারমিন লোপেজের কাছে। বল গোলে রাখতে একেবারেই ভুল করেননি এই তারকা। স্বাভাবিকভাবেই এরপর ম্যাচ চলে যায় বার্সেলোনার দখলে। তারপর আরও বেশ কয়েকবার গোলের সুযোগ আসলেও সেগুলো কাজে লাগানো সম্ভব হয়নি। কিন্তু শেষ মিনিটে সেই ইয়ামালের পাস থেকে নিজের দ্বিতীয় গোল করে যান তোরেস।
