শিল্ড ফাইনালে লাল-হলুদের জন্য শুভ কামনায় বাইচুং

Baichung Bhutia comment on Sunil Chhetri return mistake in Indian Football Team

ঘন্টা চারেক বাকি। তারপরেই সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত হতে চলেছে আইএফএ শিল্ডের ফাইনাল (Kolkata Derby)। যেখানে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী। ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। বর্তমানে এই ম্যাচের দিকে তাকিয়ে বাংলার আপামর ফুটবলপ্রেমী মানুষ। ইতিমধ্যেই এবারের এই ফুটবল মরসুমে আয়োজিত হয়েছে দুইটি ডার্বি ম্যাচ। যেখানে শেষ পর্যন্ত দাপটের সাথে জয় পেয়েছিল ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। আজ বিকেলে ও সেই ধারা বজায় রাখার লক্ষ্য থাকবে দলের সকল ফুটবলারদের। অন‌্যদিকে, এবারের ডুরান্ড ডার্বির হতাশা কাটিয়ে বদলা নিতে মরিয়া মোহনবাগান।

Advertisements
Also Read | শামির বলে ইনিংস ভেঙে জয়ের দোরগোড়ায় সামনে বাংলা

গত কয়েকদিন ধরেই‌ সেইভাবেই দলের সকল ফুটবলারদের প্রস্তুত করেছেন হোসে মোলিনা থেকে শুরু করে অস্কার ব্রুজো। বলাবাহুল্য, টুর্নামেন্টের প্রথম ম্যাচে আইলিগের শক্তিশালী ফুটবল শ্রীনিধি ডেকান এফসির বিপক্ষে খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল। প্রতিপক্ষের তুলনায় ধারে ভারে অনেকটাই এগিয়ে ছিল মশাল ব্রিগেড। সেটাই হয় শেষ পর্যন্ত। সম্পূর্ণ সময়ের শেষে চারটি গোলের ব্যবধানে সেই ম্যাচ জিতেছিল ইস্টবেঙ্গল দল। অন্যদিকে নিজেদের দাপুটে পারফরম্যান্সের মধ্য দিয়েই শিল্ড শুরু করে মোহনবাগান। চারটি গোলের ব্যবধানে তাঁরা ও জয় ছিনিয়ে নিয়েছিল প্রথম ম্যাচে।

Also Read | আইএফএ শিল্ড পুনরুদ্ধারের লড়াইয়ে মাঠে নামতে তৈরি ইস্টবেঙ্গল, ক্লাবের টুইট ঘিরে উচ্ছ্বাস

এক্ষেত্রে তাঁরা পরাজিত করেছিল দক্ষিণের শক্তিশালী ফুটবল ক্লাব গোকুলাম কেরালা এফসিকে। আইলিগের দলের বিরুদ্ধে এই জয় নিঃসন্দেহে অনেকটাই আত্মবিশ্বাস বাড়িয়েছিল জেসন কামিন্সদের। তারপর সেই ধারা বজায় রেখেই গত কয়েকদিন আগে তাঁরা পরাজিত করে লালকমল ভৌমিকের ইউনাইটেড স্পোর্টস ক্লাবকে। অন্যদিকে, নামধারী এফসিকে হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে ওঠে লাল-হলুদ ব্রিগেড। শেষ পর্যন্ত কার দখলে যাবে এবারের এই শিল্ড সেদিকেই নজর থাকবে সকলের।

Advertisements
Also Read | আইএফএ শিল্ড জিততে বদ্ধপরিকর হোসে মোলিনা

এসবের মাঝেই এবার ইস্টবেঙ্গল ক্লাবকে ফাইনালের জন্য শুভ কামনা জানালেন দেশের প্রাক্তন তারকা ফুটবলার ফুটবলার বাইচুং ভুটিয়া। একটি ভিডিওতে তিনি বলেন, ” হ্যালো টিম ইস্টবেঙ্গল। আইএফএ শিল্ড ফাইনালের জন্য শুভকামনা রইল। তোমার সকলেই যথেষ্ট কঠোর পরিশ্রম করেছো। তারপর ফাইনালে উঠেছো। আমি আশা রাখি এই চূড়ান্ত ম্যাচে ও তোমরা সকলে নিজেদের সবটা উজাড় করে দেবে। জয় ছিনিয়ে নেওয়ার ক্ষেত্রে। সকলকে শুভেচ্ছা। সকল ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য গর্বের মুহূর্ত তোমরা উপহার দাও। জয় ইস্টবেঙ্গল।”